Advertisement
Advertisement

Breaking News

Independence Day fashion

স্বাধীনতা দিবসে কীভাবে সাজবেন? টিপস নিন সারা, ক্যাটরিনাদের কাছে

স্বাধীনতা দিবসে বলিউড অভিনেত্রীদের মতো সাজতে চান? রইল টিপস।

Independence Day 2023: Take Outfit Inspiration From Stunning Bollywood Divas | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 13, 2023 7:07 pm
  • Updated:August 13, 2023 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাশন এখন সর্বক্ষেত্রেই প্রযোজ্য। স্বাধীনতা দিবসই বা বাদ যায় কেন সেই তালিকা থেকে! কীভাবে সাজবেন? সেই ফ্যাশন টিপস নিন বলিউড অভিনেত্রীদের কাছে।

এদিন ঘরোয়া কোনও অনুষ্ঠান থাকতে পারে কিংবা বন্ধুদের গেট টুগেদার। বা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার থাকলে নিজের সাজপোশাকে আনুন স্বাধীনতা দিবস থিমের ছোঁয়া। ওয়ারড্রোব থেকে বের করুন গেরুয়া, সাদা কিংবা সবুজ বা নীল পোশাক। তবে খেয়াল রাখবেন তিরঙ্গা কোনও পোশাক যেন আপনার পায়ে না থাকে।

Advertisement

সারা আলি খানের মতো সাদা শিফন কুর্তি বেছে নিতে পারেন। তার সঙ্গে গেরুয়া কিংবা সবুজ ওড়না থাকুক। কানে বড় ঝুমকা বা দুল। আর মেকআপ থাকুক মিনিমাল। কিংবা প্রিয়াঙ্কার মতো সাদা টি শার্ট আর ডেনিম জিন্সের সঙ্গে গলায় একটা তেরঙ্গা স্কার্ফ নিতে পারেন। বিষয়টি জমে যাবে।

সন্ধেবালে কোনও সাংকৃস্তিক অনুষ্ঠানে গেলে তার জন্য অনুষ্কা শর্মার মতো সবুজ বেনারসি কিংবা শিফন জড়ি শাড়ি বেছে নিতে পারেন। চুলে থাকুক ফুল কিংবা খোপা সাজাতে পারেন জুঁই ফুলের মালা দিয়ে। তবে দিনের বেলার মেকআপ হালকা হলেও রাতে একটু ভারী মেকআপ করলে মন্দ লাগবে না।

[আরও পড়ুন: সব্যসাচীর ডিজাইনার শাড়ি, মুক্তোর গয়নায় রানি যেন আদতেই ‘স্টাইলিস্ট মহারানি’]

আলিয়া ভাটের মতো সাদা বা অফহোয়াইট পালাজো স্যুটও বেছে নিতে পারেন স্বাধীনতা দিবসের জন্য। নুডল স্ট্র্যাপ স্লিভসের কামিজ। তার সঙ্গে ঢিলেঢালা পালাজো। কানে থাকুক বড় ঝুমকা। হালকা মেকআপ থাকলেও এর সঙ্গে ডার্ক লিপস্টিক পরতেই পারেন।

ক্যাটরিনা কাইফের মতো গেরুয়া এমব্রয়েডারি কুর্তা সেটও পরতে পারেন। কিংবা এই রঙের শাড়িও চলতে পারে। হাতে তার সঙ্গে একগাছা সবুজ চুরি থাকুক। ব্যাস, কমপ্লিট স্বাধীনতা দিবসের সাজ।

[আরও পড়ুন: পুজোয় কান সাজান ‘বুগাড়ি’তে, ট্রেন্ডি এই কেতাদুরস্ত গয়না সম্ভারে মাস্ট!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement