Advertisement
Advertisement

এক টুকরো বরফেই লুকিয়ে আপনার সৌন্দর্যের চাবিকাঠি!

জেনে নিন বরফ ব্যবহারের পদ্ধতি৷

How you can use ice cubes for amazing skin
Published by: Sayani Sen
  • Posted:September 17, 2018 7:52 pm
  • Updated:September 17, 2018 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন সকলেই৷ কী পরবেন, কীভাবে সাজবেন সেই পরিকল্পনা তো জোরকদমে করছেন৷ কিন্তু ত্বকই যদি সুন্দর না হয়, তবে আর এত সাজগোজ করে লাভ কি? তাই পুজোর আর মাত্র মাসখানেক আগে কেনাকাটির পাশাপাশি নজর দিন রূপচর্চায়৷ নিশ্চয়ই ভাবছেন, হাতে এত সময় কোথায়? ছুটির দিনে পার্লারে গিয়ে রূপচর্চা করবেন নাকি কেনাকাটি করবেন? চিন্তুা নেই রূপচর্চার জন্য সব সময় যে পার্লারেই ছুটতে হবে, তা কে বলল? বরং ঘরোয়া পদ্ধতিতে সামান্য বরফের সাহায্যে হয়ে উঠুন মোহময়ী৷

Advertisement

[গয়না ছাড়া পুজোর সাজ হয় নাকি! জেনে নিন কোনটা ফ্যাশনে ইন]

১. বাইরে থেকে ঘরে ফিরে পরিষ্কার জলে মুখ ধুয়ে ফেলুন প্রত্যেকদিন৷ এবার একটি রুমালের মধ্যে বরফ নিন৷ ওই বরফই ঘসে ফেলুন গোটা মুখে৷ এভাবেই দিনভরের ক্লান্তি কাটিয়ে আপনার ত্বক হয়ে উঠবে আরও সুন্দর ও উজ্জ্বল৷

২. পুজোর সময় গরম যে থাকবে না, তা নয়৷ ভিড়ের মাঝে প্যান্ডেলে ঘুরতে ঘুরতে মেকআপের বারোটা বাজতে বাধ্য৷ কিন্তু তাই বলে কি মেকআপ করবেন না নাকি? বরং মেকআপ কীভাবে দীর্ঘস্থায়ী করা যায়, সেই ব্যবস্থাই করুন৷ মেকআপের শুরুতে প্রথমে তুলোতে টোনার নিন৷ ওই টোনার গোটা মুখে লাগান৷ এরপর একটি রুমালে জড়ানো বরফ গোটা মুখে ঘসুন৷ তারপরই লাগান ফাউন্ডেশন৷ দেখবেন, হাজার গরমেও মেকআপ থাকতে একইরকম৷

[পুজোয় চুলেও চাই ভিন্ন লুক, জেনে নিন কী কী ফ্যাশনে ইন]

৩. ব্রণর সমস্যায় ভুগছেন? তবে আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একখণ্ড বরফ৷ ঘুমোতে যাওয়ার আগে ব্রণতে ঘসে নিন রুমালে জড়ানো বরফের খণ্ড৷ এক রাতের মধ্যেই দেখতে পাবেন ম্যাজিক৷  

৪. চোখের নিচের অংশে ফোলা ভাবের সমস্যা সমাধানে ব্যবহার করুন একখণ্ড বরফ৷ কয়েক সেকেন্ডের এই কারসাজিতেই আপনি হয়ে উঠতে পারেন আরও মোহময়ী৷

[সুন্দর চুল চান? রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলি অবশ্যই করুন]

৫. মুখে অতিরিক্ত রোমের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নিয়মিত পার্লারে যান৷ কিন্তু তারপরেও রয়েছে হাজারও সমস্যা৷ কারও মুখে ব়্যাশ দেখা দেয় আবার কারও বা মুখ লাল হয়ে যায়৷ এই সমস্যা থেকেও আপনাকে মুক্তি দিতে পারে একখণ্ড বরফ৷

৬. অত্যন্ত শুষ্ক বা তৈলাক্ত ত্বক কিংবা ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে গেলেও বরফের কোনও তুলনা নেই৷ সকালে ও রাতে মাত্র কুড়ি মিনিট ধরে বরফের ব্যবহারেই আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement