Advertisement
Advertisement

Breaking News

Skin Care

ত্বকেও আসুক চিরবসন্ত, প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চার একগুচ্ছ দুরন্ত টিপস

পার্লারের খরচা নেই! সহজেই বাড়িতে ট্রাই করুন।

How to take care of your skin in spring season
Published by: Sandipta Bhanja
  • Posted:March 10, 2024 8:40 pm
  • Updated:March 11, 2024 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে বসন্তের আমেজ থাকলেও সংবেদনশীল ত্বকের মালিকরা কিন্তু সাবধান! ব়্যাশ, ফুসকুড়ি ব্রণর সমস্যায় ভোগেন অনেকে। এছাড়া এইসময়ে ত্বকও টানে ভীষণ। তাই ত্বকে বসন্ত আনতে হলে অবশ্যই এই টিপসগুলো মেনে চলুন। প্রাকৃতিক উপাদানেই করুন কেল্লাফতে!

১) গরম জলে গ্রিন ট্রির ব্যাগ ডোবান। ঠান্ডা হলে স্প্রে বোতলে ভরে রাখুন। মুখ ধোয়ার পর এই গ্রিন ট্রি টোনার স্প্রে করুন।

Advertisement

২) ব্রণর সমস্যয় চন্দন দারুণ উপকারী। চন্দনগুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়চে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন মাস্ট!

৩) গোলাপ জলে টি ট্রি অয়েল মেশান। ভালো করে মুখ ধুয়ে সারা মুখে তুলো দিয়ে লাগিয়ে নিন। দারুণ কাজে দেয়।

৪) হলুদও কিন্তু মোক্ষম দাওয়াই ত্বক ভালো রাখার। সকালে খালিপেটে কাঁচা হলুদ খান। এছাড়া একটা মাস্ক তৈরি করুন। কাঁচা দুধে, কাঁচা হলুদ মিশিয়ে পেস্ট বানান। কিংবা অরগ্যানিক হলুদগুঁড়োও ব্যবহার করতে পারেন। ত্বকে লাগিটয়ে ১৫ মিনিট রাখুন।

[আরও পড়ুন: রামচরণের বানানো স্পেশাল পনির টিক্কার রেসিপি চাই? ঝটপট জেনে নিন]

৫) পাকা পেঁপে চটকে নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে নিন। কিছুক্ষণ রেখে হালকা উষ্ণজলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

৬) মাঝেমধ্যে জলে তুলসিপাতা, নিমপাতা ফেলে ফোটান। এবার সেই জলে মুখে ভ্যাপার নিন অন্তত ৭-১০ মিনিট। হয়ে গেলে নরমাল জলে মুখ ধুয়ে নিন। এবার ত্বক টানটান করতে বরফের টুকরো ঘষুন। ব্রণর সমস্যা থাকলে একদম করবেন না। এতে স্কিন পোরস খুলে গিয়ে বিপত্তি বাঁধে!

[আরও পড়ুন: উপোসের দিনে এভাবে ঝটপট বানান সবজি সাবুর খিচুড়ি, স্বাদে-পুষ্টিতে ভরপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement