সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত আসলে মনে পড়ে সোয়েটারের কথা। কোথায় কোন আলমারি, দেরাজের কোনায় রাখা আছে সবেধন নীলমণির মতো কয়েকটা সোয়েটার, তখন বেরিয়ে আসে। জামা তো দিন বদলে পরে নেওয়া যায়, কিন্তু সোয়েটারের সংখ্যা তো আর অতটাও নয়। তাহলে কী করবেন? আছে আছে, টেলিপ্যাথির মতো বাঙালির মগজাস্ত্রেরও জোর আছে। এক সোয়েটারই পাঁচ রকমভাবে পরে নেওয়া যায়।
স্কার্ফ। শীতের সঙ্গী এই জিনিসটি। যেমন একটু বেশি ঠান্ডা লাগলে ব্যবহার করা যায়, তেমনই স্টাইলাইজ করে দেওয়া যায়। যদি সোয়েটারের রং একটি ফিকে হয়, তাহলে ব্রাইট রঙের স্কার্ফ ব্যবহার করুন। জুতোর সঙ্গে ম্যাচ করে স্কার্ফ পরলে একটা এলিগেন্ট লুক আসে।
অফিস যাওয়া কিংবা সহকর্মীদের সঙ্গে একটু কফি খেতে যাওয়ার হলে শীতকালে একটু সেমি-ফর্মাল লুক নিতে পারেন। সোয়েটারের নিচে ম্যাচিং করা ফুলস্লিভ কলার দেওয়া শার্ট পরবেন। দেখবেন লুক কেমন পালটে গিয়েছে। সঙ্গে ফরমাল প্যান্টও পরতে পারেন, আবার জিনসও ভালো লাগবে।
বয়ফ্রেন্ড জিনসের ট্রেন্ড কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে। এই ধরনের ওভারসাইজ জিনসের সঙ্গে সোয়েটারের কম্বিনেশন ভালো যায়। আপনার সোয়েটার ডিপনেকও হতে পারে, আবার বন্ধগলাও হতে পারে। দুটোই ভালো লাগবে।
শীতকালে টুপি বড় দরকারি। মাথা-কানকে ঠান্ডা থেকে বাঁচায়, আবার আলাদা স্টাইল স্টেটমেন্টও তৈরি করে দেয়। ড্যাড হ্যাট, বেনিজ, বেসবল ক্যাপ, ট্রাকার হ্যাট কত ধরনের টুপি রয়েছে সোয়েটারের সঙ্গে পরার জন্য। পছন্দমতো বেছে নিন। তার পর দেখতে পাবেন, একই সোয়েটার অথচ আপনার লুক পালটে গিয়েছে।
বেশি ঠান্ডা থাকলে সোয়েটারের সঙ্গে ওভারকোট নিয়ে নিতে পারেন। দারুণ মানাবে। কালো সোয়েটারের সঙ্গে যে কোনও রঙের ওভারকোট নেওয়া যায়। তার সঙ্গে টুপিও নিতে পারেন, আবার স্কার্ফ কিংবা মাফলারও ভালো চলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.