ছবি সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর অপরিহার্য ফুল জবা। তবে আয়ুর্বেদে তার যে ঔষধি গুণও রয়েছে, সে কথা আমরা বোধহয় ভুলতেই বসেছি। জবার নির্যাস থেকে তৈরি তেলের কথা বহু প্রাচীন কাল থেকেই জানা যায়। রূপটানের ঘরোয়া টোটকা হিসাবে একসময় তার ব্যবহারও ছিল। এই জবা ফুলের থেকে তৈরি তেল লম্বা চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারি। কিন্তু কী উপায়ে বাড়িতেই তৈরি করা যাবে সেই তেল? রইল তারই হদিশ।
রংবাহারি জবা ফুলের নির্যাস থেকে তৈরি তেল শুধু চুলের বৃদ্ধির জন্য উপকারী তা নয়, চুলপড়া ও তার অকালপক্কতাও রোধ করে এই ভেষজ তেল। বাড়িতে জবা গাছ থাকলে আপনিও এর সুফল পাবেন। জবা ফুলের তেলের উপকারিতা কী কী?
স্কাল্পে পুষ্টি জোগায়: প্রথমেই বলতে হয়, এই তেলে ব্যাকটেরিয়া ও ফাংগাস প্রতিরোধক উপাদান রয়েছে যা আমাদের স্কাল্পকে খুসকি আর সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
চুলের বৃদ্ধি ঘটায়: এই তেলে ভিটামিন এ ও সি রয়েছে যা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
চুলপড়া প্রতিরোধ করে: জবা ফুলের থেকে তৈরি তেল চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া বন্ধ করে।
চুলের টেক্সচারকে উন্নত করে: জবার তেল ব্যবহার চুলকে মসৃণ করে চুলে জেল্লা বাড়াতে সাহায্য করে।
খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় এই তেল।
উপকরণ-
প্রয়োজন চার থেকে পাঁচটি টাটকা জবা ফুল (এর বেশিও ব্যবহার করতে পারেন)। এক কাপ নারকেল তেল অথবা অলিভ তেল।
পদ্ধতি- প্রথমে ফুলগুলি ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনওরকম ক্ষতিকারক উপাদান তাতে না থাকে। এরপর পাপড়িগুলো ফুল থেকে আলাদা করে নিতে হবে। একটি ছোট পাত্রে নারকেল বা ওলিভ তেল অল্প আঁচে গরম করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তেল বেশি গরম না হয়ে যায়। তাতে তেলের গুণাগুণ নষ্ট হবে। তেল সামান্য় গরম হলে তাতে জবার পাপড়িগুলি দিতে হবে। পাপড়ি যাতে তেলে ডোবে ততটা পরিমাণ তেল নিতে হবে। একটা সময় পাপড়ি তেলে মিশে যাবে এবং তেল ফুলের রঙে রাঙা হয়ে উঠবে। অন্তত তিরিশ মিনিট তেল ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। শেষে তেল ছেঁকে পরিষ্কার পাত্রে রাখতে হবে।
এই তেল ধীরে ধীরে চুলের গোড়ায় লাগিয়ে অন্তত কুড়ি মিনিট রাখতে হবে। রাত্রে মাথায় তেল মাখার অভ্যাস থাকলে এই তেল ব্যবহার করতে পারেন। অবশ্যই পরের দিন ভালো করে শ্যাম্পু করতে হবে। সুফল পেতে সপ্তাহে কম করে দু’বার এই তেল ব্যবহার করতে হবে।
পাশাপাশি শুকনো জবা ফুলের গুঁড়ো গরম তেলের সঙ্গে মিশিয়ে সেই তেলও ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। একই রকম ফল পাবেন। চুলের স্বাস্থ্য ও জেল্লা বজায় রাখতে এই তেল নিয়মিত ব্যবহার করতে পারেন। তবে তেল ব্যবহারের পর শ্যাম্পু করা বাঞ্ছনীয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.