Advertisement
Advertisement

Breaking News

গরমের পোশাক

এই গরমে পার্টি! স্টাইল বজায় রেখে মজায় মাতুন এই পোশাকে

উইকএন্ডে এই পোশাকে হয়ে উঠুন অনন্যা৷

Here's five types outfit to keep heat off this summer
Published by: Sayani Sen
  • Posted:May 3, 2019 5:31 pm
  • Updated:May 3, 2019 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু থেকেই হাঁকিয়ে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ কিন্তু তাই বলে সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ না করে বাড়িতে বসে থাকবেন, তা তো আর হতে পারে না৷ এদিকে আবার গরমের দাপটে স্টাইল মাটি৷ যা পরছেন, তাতেই গলদঘর্ম অবস্থা৷ কিন্তু বন্ধুদের মাঝে আকর্ষণীয় না হয়ে উঠতে পারলে কি পার্টি মানায়? তাই পোশাকেই আনুন চমক৷ যাতে আপনি তীব্র গরমকে মোকাবিলা করার পাশাপাশি হয়ে উঠতে পারেন ফ্যাশনিয়েস্তা৷

[ আরও পড়ুন: প্রবল দাবদাহে ফ্যাশনেবল ও আরামদায়ক থাকার সিক্রেট লিনেন-সুতির যুগলবন্দি]

অফিসে যাওয়ার জন্য শার্ট এবং জিনসই সাধারণত বেছে নেন অনেকে৷ আপনি কি তাঁদের তালিকায়? শার্ট ছাড়া কিছু ভাবতেই পারেন না? তবে অফিস আর পার্টির লুক তো এক হতে পারে না৷ তাই পার্টির জন্য বেছে নিন লং শার্ট৷ হাঁটু ছোঁয়া ঝুল হলেই চলবে৷ গলায় থাক হালকা কোনও হার৷ এই লুক আপনাকে সকলের মাঝে করে তুলবে এক্কেবারে অন্যরকম৷

Advertisement

SHIRT DRESS

ডেনিম সম্পর্কে আলাদা করে কিছু বলার থাকতেই পারে না৷ শার্ট হোক কিংবা শর্টস, সবেতেই ডেনিম যে ঠিক কতটা ফ্যাশনেবল তা জানেন না, এমন তন্বী কমই আছেন৷ তাই বন্ধুদের সঙ্গে হুল্লোড়ের জন্য এই পোশাক আপনি বাছতেই পারেন৷ ব্যস্ত জীবনের শিডিউলের ফাঁকে হালকা মুডে সপ্তাহান্তে আনন্দ করার জন্য এই পোশাকের বিকল্প হতে পারে না৷

DENIM

ভিড়ের মাঝে নিজেকে আলাদা করে তুলতে চাইলে আপনার আলমারিতে মজুত রাখুন জাম্পস্যুট৷ সপ্তাহান্তে পার্টিতে যাওয়ার সময় বেছে নিন পোশাকটি৷ নির্ঝঞ্ঝাট এই পোশাক পরাও যেমন সহজ, তেমন আরামদায়কও৷

[ আরও পড়ুন: স্বাস্থ্যচর্চার বাইরে রূপচর্চারও অনবদ্য উপকরণ গ্রিন টি, রইল ব্যবহারের টিপস]

JUMPSUIT

বন্ধুদের দলেই কি আপনার মনের মানুষও রয়েছেন? তাঁর সামনে নিজেকে লাস্যময়ী রূপে ধরা দিতে চান? তবে ক্রপ টপ ছাড়া অন্য কোনও পোশাকের কথা ভুলেও ভাববেন না৷ নাভির উপর পর্যন্ত ক্রপ টপ আর সঙ্গে জিনস৷ দু’য়ের মেলবন্ধনে আপনার চেহারা বদলে যেতে পারে৷ কে বলতে পারে সপ্তাহান্তের পার্টির পরেই হয়তো মন দেওয়ানেওয়া হয়ে গেল দুজনের৷

CROP-TOP

খুব খোলামেলা পোশাক পরতে আপনি অনভ্যস্ত? অথচ ট্রেন্ডি লুক ছাড়া কীভাবে পার্টিতে যাবেন ভাবছেন, তাই তো? চিন্তা করবেন না৷ পরিবর্তে বেছে নিন ফ্লোরাল লং গাউন৷ এই পোশাক পরেই বন্ধুদের মাঝে হয়ে উঠতে পারেন আরও রঙিন৷ তাই গরমকে বিদায় জানিয়ে বাহারি পোশাকে হয়ে উঠুন আরও মোহময়ী৷

[ আরও পড়ুন: সমুদ্রতটে বিকিনি বিপ্লব, বাঙালি এখন টু-পিস প্রেমী]

FLORAL-DRESS

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement