Advertisement
Advertisement
Fashion tips

হাতে ঘড়ি পরার অভ্যাস আছে? ট্রেন্ডে থাকতে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন

ফ্যাশনের দুনিয়ায় হাতঘড়ির আভিজাত্য কিন্তু চিরন্তন।

Fashion tips in Bangla: Here are some tips how one can wear wrist watch fashionably | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 27, 2020 10:08 pm
  • Updated:October 27, 2020 10:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় যতই আধুনিক হোক, আর প্রযুক্তি যতই উন্নত হোক, হাতঘড়ির আভিজাত্য ফ্যাশনের দুনিয়ায় চিরন্তন। শৌখিনদের কাছে হাতঘড়ির মূল্য অপরিসীম। খোদ বলিউড বাদশা শাহরুখ খানও (Shah Rukh Khan) হাতঘড়ির প্রেমে মুগ্ধ হয়ে যান। হাতের শোভা বাড়াতে লক্ষ টাকা দিয়ে ঘড়ি কেনার আগে দু’বার চিন্তা করেন না। নারী-পুরুষ নির্বিশেষে হাতে ঘড়ি পরার শখ অনেকেরই আছে। কিন্তু সঠিকভাবে ঘড়ি পরার জ্ঞান ক’জনের রয়েছে? থাকলে তো ভাল বিষয়, না থাকলে জেনে নেওয়াই যেতে পারে বিশেষজ্ঞদের মত।

১) আগে বলা হত যেই হাতের কাজ কম সেই হাতে ঘড়ি পরা উচিত। কিন্তু সময় পালটে গিয়েছে। পালটে গিয়েছে ফ্যাশনের সংজ্ঞা। তাই পছন্দের শাড়ি কিংবা পাঞ্জাবির সঙ্গে যে হাতে পরতে মনে চাইবে, সেই হাতেই পছন্দের ঘড়িটি পরবেন।  

Advertisement

২) স্যুট কিংবা জ্যাকেটের সঙ্গে ডাইভ ওয়াচ (Dive watch) পরবেন না। জেমস বন্ড (James Bond) তা পরতেই পারে। সে কাল্পনিক চরিত্র। আপনি রক্তমাংসে গড়া মানুষ। স্যুট কিংবা জ্যাকেটের ঝুল বেশি হওয়ায় সাধের ঘড়িটিই দেখা যাবে না।

৩) পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘড়ি পরুন। হালকা রঙের পোশাকের সঙ্গে হালকা রঙের ঘড়ি পরবেন। আবার একই ভাবে গাঢ় রঙের সঙ্গে ডার্ক কালারের ঘড়ি ভাল লাগে। অফিসের ঘড়ি আলাদা হয়। বিয়ে বাড়িতে শৌখিনতার সুযোগ বেশি থাকে। আবার খেলার সময় আলাদা ঘড়ি পরতে হয়।

[আরও পড়ুন: ব্রণ, চোখের তলায় কালিতে জেরবার? জানেন আপনার শোওয়ার ধরনই ক্ষতি করছে ত্বকের]

৪) বড় ঘড়ির ট্রেন্ড এখন একটু নয় অনেকটাই কম। তাই ঘড়ি কেনার ক্ষেত্রে সেকথা মাথায় রাখবেন। আপনার ঘড়ি যেন কবজির সঙ্গে মানানসই হয়।

৫) নিজের ঘড়িতে অযথা ঝলমলে পাথর ব্যবহার করবেন না। তা আপনার হাতের সঙ্গে যতটা মিশে থাকে ততই ভাল। আবার হাতের কবজিতে যেন ঘড়ি ভালভাবে ফিট হয়। রিস্ট ব্যান্ড আর রিস্ট ওয়াচ এক নয়, একথা মাথায় রাখবেন।

[আরও পড়ুন: হ্যান্ডমেড না সোনা, ভারী নাকি হালকা? পোশাকের সঙ্গে মানানসই চুড়ি না পরলে সাজটাই মাটি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement