Advertisement
Advertisement
Looks younger

ত্বকের বয়স ধরে রেখে হয়ে উঠুন আরও আকর্ষণীয়, রইল টিপস

পুজোর আগে এই টিপস আপনার কাজে লাগবেই।

Fashion news in Bengali: Here are some important tips to looks younger ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 11, 2020 5:55 pm
  • Updated:October 11, 2020 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়নার সামনে দাঁড়ালেই কী আপনার খুব কষ্ট হয়? বয়সের তুলনায় যেন বেশি বুড়ি হয়ে যাচ্ছেন সেই ভাবনাই মনের কোণে উঁকি দেয়? উত্তর হ্যাঁ হলে আজই বেশ কয়েকটি বিষয়ে আপনাকে নজর দিতেই হবে। তাতেই দেখবেন সপ্তাহখানেকের মধ্যেই আপনার বয়স কমে গিয়েছে অনেকটাই। হয়ে উঠেছেন মোহময়ী।

বাড়ির নানারকমের কাজ করার ফলে হাত খুব তাড়াতাড়ি জেল্লা হারায়। চামড়া রুক্ষ হয়ে যায়। নিজের জীবনে তারুণ্য ধরে রাখতে চাইলে গ্লাভস পরে কাজ করুন। নইলে প্রতিবার কাজ করার পরই হাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতেই দেখবেন আপনার হাত ফিরে পাচ্ছে হারানো জেল্লা।

Advertisement

Hand

নিজেকে কমবয়সি দেখাতে চাইলে ভ্রূ’র দিকে বিশেষ নজর দিন। ভ্রূ সুন্দর রাখার জন্য মাঝে মাঝে পার্লারে যাতায়াত করুন। তাতেই দেখবেন আপনার বয়স কেউ টের পাবে না।

Eyebrow
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ত্বকের যত্ন নেওয়া ছেড়ে দেন। কিন্তু এ কাজ ভুলেও করবেন না। নিজেকে ঠিক আগের মতো মোহময়ী রাখার জন্য উপযুক্ত রূপচর্চার প্রয়োজন। তাই সময় পেলেই তা ত্বকচর্চায় ব্যয় করুন।

Skin care

[আরও পড়ুন: পুজোর বাজারে হিট করোনা শাড়ি! দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই]

ত্বকের বয়স কম দেখাতে চাইলে ফাউন্ডেশন ব্যবহার করতে ভুলবেন না। তাতেই দেখবেন আপনার ত্বকের বয়সের ছাপ উধাও হয়ে গিয়েছে। আর আপনি হয়ে উঠেছেন আরও সুন্দর। 
Foundation

নিজেকে ঠিক আগের মতো জেল্লাদার রাখতে চাইলে অবশ্যই সেলফ ট্যানার ব্যবহার করুন। তাতেই দেখবেন আপনার ত্বক হয়ে উঠেছে আরও ঊজ্জ্বল এবং মসৃণ। যা দেখে সকলেই অবাক হতে বাধ্য।

Glow

[আরও পড়ুন: ক্যানসারকে হারাতে বাদ পড়ছে স্তন, নারীত্বের স্বাদ পেতে বিক্রি বাড়ছে মাসটেকটমি ব্রায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement