শম্পালী মৌলিক, সন্দীপ্তা ভঞ্জ: অভিষেক রায়। কারুশিল্পে বাংলাকে মুগ্ধ করে এবার তিনি মায়ানগরীর ল্যাকমে ফ্যাশন উইক-এ। অভিষেকের ‘বহুরূপী শান্তিনিকেতন’ কালেকশনের গুণমুগ্ধ খোদ বলিউড নবাব সইফ আলি খান। আর বৃহস্পতিবার আম্বানিদের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বাংলার পোশাকশিল্পী যে ‘ম্যাজিক’ দেখালেন, তা দেখে ধন্য ধন্য করছে সকলে।
মনীশ মালহোত্রা, শান্তনু নিখিল, রাহুল মিশ্র, শিবন-নরেশ, ফাল্গুনী শেন পিকক, অমিত আগরওয়ালের মতো ডিজাইনারদের সঙ্গে ২০২৫ সালের ল্যাকমে ফ্যাশন উইকে নিজের ‘রায়কলকাতা’ কালেকশন নিয়ে হাজির হয়েছেন অভিষেক রায়। তাঁর কালেকশনে ষোলো আনা বাঙালিয়ানার উদযাপন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং লিয়েন্ডার পেজ-কে সঙ্গী করে কলকাতার বাবু সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক। কেমন অনুভূতি? সংবাদ প্রতিদিন ডট ইন-এর সঙ্গে ভাগ করে নিলেন পোশাকশিল্পী।
মুম্বই থেকে ফোনে ধরা দিয়ে অভিষেক জানালেন, “প্রথমবার ল্যাকমে ফ্যাশন উইক-এ অংশ নেওয়া। বড় প্ল্যাটফর্ম। তাবড় ফ্যাশন ডিজাইনারদের মাঝে বাংলা থেকে একমাত্র আমি। তাই বৃহস্পতিবার অ্যাড্রিনালিন রাশ ছিল একেবারে তুঙ্গে। এখন তো অনেক ঠান্ডা মাথায় কথা বলতে পারছি। উপরন্তু লিয়েন্ডার পেজ, বুম্বাদার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) মতো দুই তারকাকে আমার পোশাকে মার্জার সরণিতে হাঁটাতে পেরে স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত।” বৃহস্পতিবার ব়্যাম্পে একপ্রকার আগুন জ্বালিয়ে দিয়েছেন ‘ইন্ডাস্ট্রি’। ‘ষাটের সুপারস্টারে’র কাছে বয়স যেন সংখ্যা মাত্র! প্রসঙ্গ উঠতেই অভিষেকের মন্তব্য, “জাতীয়স্তরে বাংলার প্রতিনিধিত্ব করার জন্য বুম্বাদা একদম যোগ্য ব্যক্তি। তাছাড়া, ওঁকে বাঙালি সাজে দুর্দান্ত মানায়। ধুতি-পাঞ্জাবি পড়ে ওঁর ব়্যাম্পওয়াক দেখে মুগ্ধ সকলে। যেরকম সাড়া পাচ্ছি। তাতে আমি অভিভূত।” পোশাকশিল্পী জানালেন, “আমার কাজের মধ্যে দিয়ে যেহেতু বাংলার শিকড়, সংস্কৃতি বরাবরই প্রাধান্য পেয়েছে। তাই ল্যাকমে ফ্যাশন উইক-এর প্ল্যাটফর্মেও সেই বাঙালিয়ানার স্বাদই দিতে চেয়েছি। এই ফ্যাশন ইভেন্টের জন্য তৈরি করেছি ‘নবাব অফ বেঙ্গল’ কালেকশন। সেই সাজেই সাজালাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।”
সোমবার পর্যন্ত মুম্বইতেই থাকবেন অভিষেক রায়। তার পর কলকাতায় ফেরা। উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন বাঙালি পোশাকশিল্পী। এদিকে রাতভর ‘কাকাবাবু’র শুটিং সেরে সাতসকালে মুম্বই পৌঁছেছিলেন বুম্বা। ব্যস্ত শিডিউলের জন্য ট্রায়াল পর্যন্ত দিতে পারেননি। তবে আগে থেকে আবদার জানিয়ে রেখেছিলেন কালো গোল ফ্রেমের চশমার জন্য। এর পর জরিপাড় ধুতি-পাঞ্জাবি, জারদৌসি কাজের কোট পরে অভিজিৎ চন্দর রূপটানে বাঙালিবাবু সাজে ল্যাকমে ফ্যাশন উইক-এর ব়্যাম্পে ঝড় তুলে দিয়েছেন ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সুপারস্টার। প্রথমবার র্যাম্প ওয়াকের অভিজ্ঞতা কেমন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, “অভিষেকের সৌজন্যে প্রথমবার ল্যাকমে ফ্যাশন উইক-এ র্যাম্প ওয়াক করলাম। এখানে আমি বাংলার প্রতিনিধিত্ব করছি। বাংলায় নানা ধরনের শিল্পকর্ম রয়েছে। সেসব ঐতিহ্যবাহী শিল্পকে অভিষেকের মতো তরুণপ্রজন্মের ডিজাইনাররা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। সেটা সত্যিই গর্বের বিষয়। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আর সেই কারণেই আমার এই শোয়ে আসা।” ল্যাকমে ফ্যাশন উইকে প্রসেনজিতের উপস্থিতি যে টলিউড ইন্ডাস্ট্রিকে বাড়তি অক্সিজেন জোগাবে সেকথা বলাই বাহুল্য।
২৬ মার্চ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫। ফ্যাশন কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ ফ্যাশন শো চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। এই শোয়ে প্রতিবারের মতো এবারেও দেশের তাবড় ফ্যাশন ডিজাইনাররা হাজির হয়েছেন তাঁদের নিজস্ব ‘লেবেল’ নিয়ে। সেখানেই নজর কাড়লেন বঙ্গসন্তান অভিষেক রায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.