ছবি সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চড়া গরমের হাত থেকে বাঁচতে হোক বা শরীরকে পর্যাপ্ত জলের যোগান দিতে চিকিৎসকরা নিয়মিত ফল ও ফলের রস খাওয়ায় পরামর্শ দেন। ফলের ভিটামিন, মিনারেল যেমন স্বাস্থ্যের উপকার করে, তেমনি ফলের রূপটানে রূপের জৌলুস বাড়ে বহুগুণ। তবে এসবের বাইরে ফল এখন আপনার অঙ্গসজ্জার অংশও হতে পারে। ভাবছেন তো কীভাবে!
খাবারদাবার, ফুল-ফল বরাবরই মোটিফ হিসেবে ফ্যাশন ডিজাইনারদের অন্যতম পছন্দের উপাদান। উজ্জ্বল হলুদ এক টুকরো লেবু, কিংবা লাল টুকটুকে চেরি বা সবুজ আঙুর— এগুলোই এখন অ্যাক্সেসরিজের দুনিয়ায় বাজিমাত করছে। মিলেনিয়াল থেকে জেন জি, সকলের ফ্যাশনের তালিকায় এখন ফ্রুট জুয়েলারি, অ্যাক্সেসরিস, জুতো ভীষণ ভাবে ট্রেন্ডি। নামজাদা ফ্যাশন ডিজাইনারদের স্টেটমেন্ট পিস ও সেলেবদের কালেকশনের তালিকাতেও থাকছে এই ফ্যাশন। শুধু প্রিন্ট বা প্যাচ হিসেবে নয়, বরং গয়না হিসেবেও। তরমুজের আকৃতির জুডিথ ব্র্যান্ডের ব্যাগ অথবা আঙুরের গুচ্ছের মতো কানের দুলের কথা বলাই যায়। এছাড়া টরি বার্চ, ক্লো, কেট স্পেড, অস্কার দে লা রেন্টা, লোয়ে এবং ডলস অ্যান্ড গাব্বানার মতো বিখ্যাত আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলি তাদের স্টেটমেন্ট অ্যাকসেসরিজে ইদানিং এই ধরনের ফলের মোটিফ রাখছেন।
ফলের গয়না
অস্কার দে লা রেন্টা, কেট স্পেড এবং ডলস অ্যান্ড গাব্বানার ফলের গয়না বেশিরভাগই রঙিন। স্ট্রবেরি, চেরি, কলা এবং তরমুজের মতো হরেক ফলের ডিজাইনে অনুপ্রাণিত। এই জিনিসগুলি আপনার লুকে বদল আনবে।
যারা বিলাসবহুল এবং আধুনিক গয়নার প্রতি আগ্রহী, তাঁদের জন্য ধাতব ফলের গয়নাও রয়েছে। যেমন ক্লোয়ের মোটা ধাতব নেকলেস। সম্পূর্ণ সোনালি মোটা নেকলেসটি কলা এবং আনারসের নকশায় সজ্জিত। একইভাবে, বালমেইনের বিশাল আকারের সোনালি আঙুর কানের দুলের কথা বলাই যায়। ক্লোই, বালমেইন এবং টোরি বার্চের ধাতব ফলের গয়নাও রয়েছে এই তালিকায়। বাজারে সহজেই সাশ্রয়ী মূল্যের জিনিসপত্র পাওয়া যায়। জারা বা অনলাইন স্টোর থেকে গয়না কেনেন, তারা প্রচুর ডিজাইন পাবেন।
অনন্যা পান্ডে, খুশি কাপুর এবং হেইলি বিবার সকলেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। সম্প্রতি খুশি, একটি ইভেন্টে ভ্যান্ডালস লেবেল থেকে কমলা রঙের কানের দুল পরেছিলেন, সঙ্গে ছিল সাইট্রাস-ওয়াই ব্যাগ। এবার এই ট্রেন্ডে আপনি গা ভাসাতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.