Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2024

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শারদীয়া স্বর্ণ সম্ভারে’ আকর্ষণীয় ছাড়! সাশ্রয়ে উৎসব হোক আনন্দময়

পুজোয় সনাতনী গয়নায় সেজে উঠুন এবং সাজান।

Durga Puja 2024: Shyam Sundar Co Jewellers launch Sharodiya Swarna Shambhar
Published by: Sandipta Bhanja
  • Posted:September 26, 2024 4:13 pm
  • Updated:September 26, 2024 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম মানেই সাজগোজ। দুর্গাপুজোর (Durga Puja 2024) চারদিন সনাতনী সাজে বরাবরই নিজেকে দেখতে পছন্দ করেন নারীরা। অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর সিঁদুরখেলা, শাড়ির সঙ্গে ট্র্যাডিশনাল গয়নার সাজের কোনও বিকল্প হয় না। আর এই শারদোৎসবের মরশুমে গয়নার নতুন সম্ভার নিয়ে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সংশ্লিষ্ট সংস্থার ‘শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৪’ চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৪ কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত), এবং ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে। আপনার উৎসবকে এবার করে তুলুন আরও রঙিন এবং আনন্দময়।

‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত এক গয়না প্রদর্শনী, যা কিনা এবার ২২ বছরে পা রাখতে চলেছে। সেই উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই বিশেষ কালেকশনে পেয়ে যাবেন ঐতিহ্যবাহী ডিজাইনার হাতে তৈরি সব গয়না। শুধু তাই নয়, ট্রেন্ডি বিয়ের গয়নার কেনাকাটাও করতে পারেন চোখ বন্ধ করে। সাশ্রয়ী মূল্যে পাবেন হিরের গহনা, গ্রহরত্ন এবং বহূমূল্য রকমারি পাথরের জমকালো সংগ্রহ। সেই সঙ্গে গ্রাহকদের জন্য থাকছে প্রচুর আকর্ষণীয় অফারও। লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারেন দারুণ উপহারও। এছাড়াও প্রতিটা কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। ১) সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৩৫০ টাকা ছাড়। ২) যে কোনও হিরের গয়নার মজুরিতে থাকছে ৭৫% ছাড়। ৩) গ্রহরত্নর এমআরপিতে থাকছে ১৫% ছাড়। ৪) আর প্রতিদিন লাকি ড্র-এর বিজেতারা পেয়ে যাবেন স্বর্ণ মুদ্রা। ৫) মেগা ড্র-এর মাধ্যমে তিনজন জিতে নিতে পারেন ৩ টি স্কুটি। উল্লেখ্য, শারদীয়া স্বর্ণ সম্ভার ও ধনতেরাসে মিলিতভাবে এই পুরস্কার দেওয়া হবে।

Advertisement

এছাড়াও অন্যান্য যেসব সুবিধে এবং পরিষেবা সারাবছর থাকে, সেগুলি হল- পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা (যে কোনও হলমার্ক সোনার গয়নায় ১০০% ফেরত মূল্য) এবং ‘সোনায় সোহাগা’ প্রকল্প। যা কিনা গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম। শারদোৎসবের প্রাক্কালে একটি বিশেষ উপহারের মোড়কে এই ‘স্বর্ণ সম্ভার’ পেশ করতে চলেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। যা সংস্থার প্রতিশ্রুতির প্রতীক। ‘শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৪’-এর লঞ্চ অনুষ্ঠানে সোনা ও হিরের গয়নার রকমারি ডিজাইন উন্মোচন করেছেন সোহম চক্রবর্তী ও সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা। এই অনুষ্ঠানেই আরও একটি সুখবর দিলেন তাঁরা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ষষ্ঠ শোরুম উত্তর ত্রিপুরার ধর্মনগরে শারদীয়া স্বর্ণ সম্ভার উৎসবের সঙ্গেই উদ্বোধন হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর। অনুষ্ঠানে হাজির হয়ে সোহম বলেন, “শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৪-এর উদ্বোধনে অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি এবং সকলকে শারদীয়ার অগ্রীম অভিনন্দন।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমাদের এই প্রাকপুজো উপস্থাপনা ‘স্বর্ণ সম্ভার’ এবার বাইশ বছরে পড়ল। গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন- এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।” গয়না প্রস্তুতকারক সংস্থার অন্যতম ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা এই বাইশতম বর্ষের ‘স্বর্ণ সম্ভার’ আমাদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোন সম্ভব হত না। গহনার ডিজাইন নিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সবসময়েই চালিয়ে যাব। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি তুলে দিতেও আমরা বদ্ধপরিকর। শারদীয়া স্বর্ণ সম্ভার-এ সকলকে সাদর আমন্ত্রণ রইল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement