সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোনের শীতপোশাকের ট্রেন্ডি সম্ভার দেখলে চোখ ধাঁধিয়ে জোগাড়! এয়ারপোর্ট হোক কিংবা ট্রাভেল লুক, অভিনেত্রী বরাবরই ফ্যাশন সচেতন। জ্যাকেট, পঞ্চো, হাইনেক সোয়েটার দীপিকার ওয়ার্ড্রোব সবসময়েই আপডেটেড।
সম্প্রতি লাল রঙের এক উলের জ্যাকেট পরে এয়ারপোর্ট লুকে বাজিমাত করেছেন দীপিকা পাডুকোন। সেই জ্যাকেটের সঙ্গে অভিনেত্রী পেয়ার আপ করেছিলেন সাদা হাইনেক টপ। কালো রঙের জিনসের সঙ্গে বাদামি হাইলেন্থ বুট। চোখে রোদচশমা। লেদারের হাতব্যাগ। অভিনেত্রীর এমন লুকে আপনিও বাজিমাত করতে পারেন শীতকালীন কোনও রাতপার্টিতে।
View this post on Instagram
এছাড়াও দীপিকার হাইনেক সোয়েটার হোক কিংবা লং বুটের কালেকশন কিন্তু যে কোনও ফ্যাশনিস্তার চোখ টানতে বাধ্য। আপনার ব্যক্তিত্বের সঙ্গে সেই পোশাক মানিয়ে নিতে পারছে কিনা এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টির টিপস দিতে দীপিকা পাড়ুকোনের জুড়ি মেলা ভার।
Deepika and Ranveer Singh return to Mumbai post celebrating their anniversary pic.twitter.com/fJ6YKpQV9V
— Team DP Malaysia (@TeamDeepikaMY_) November 17, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.