Advertisement
Advertisement
Fashion Tips

সব্যসাচীর শাড়িতে আলিয়া-দীপিকা, দারুণ ফ্যাশন টিপস রইল হবু কনেদের জন্য

আলিয়া না দীপিকা, সব্যসাচী শাড়িতে আপনার চোখে 'মোহময়ী' কে?

Deepika Padukone, Alia Bhatt in Sabyasachi Saree, Fashion tips for brides | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:February 19, 2024 4:58 pm
  • Updated:February 19, 2024 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রীদের প্রিয় ফ্যাশন ডিজাইনারদের তালিকার শীর্ষে বরাবরই রাজত্ব করেন সব্যসাচী মুখোপাধ্যায়। বিয়ে হোক বা কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠান, সবকিছুর জন্যই সব্যসাচীর পোশাক পছন্দ করেন নায়িকারা। এবার তাঁর ডিজাইন করা শাড়িতেই (Sabyasachi Saree) নেটপাড়া কাঁপাচ্ছেন বলিপাড়ার দুই নায়িকা।

সব্যসাচীর সিক্যুইন শাড়িতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) যেখানে BAFTA-র মঞ্চ মাতালেন, সেখানে আলিয়া ভাটও (Alia Bhatt) শোরগোল ফেলে দিয়েছেন লন্ডনে তাঁর প্রযোজিত ডকু সিরিজ ‘পোচার’-এর স্ক্রিনিংয়ে। দুই নায়িকা বেছে নিয়েছেন দুই বিপরীত রঙের শাড়ি। আলিয়া যেখানে সব্যসাচীর ডিজাইন করা কালো ভেলভেটের শাড়ি পরেছেন, অন্যদিকে দীপিকার সিক্যুইন শাড়ির রং বেইজ। তবে দুই নায়িকাই কিন্তু মানানসই রং মিলান্তি ব্লাউজ বেছে নিয়েছেন শাড়ির সঙ্গে। এক্ষেত্রে কন্ট্রাস্ট কালারের পথে হাঁটেননি দীপিকা কিংবা আলিয়ার কেউই।

Advertisement

[আরও পড়ুন: গেট টুগেদারে কেমন সাজবেন? টলিউড নায়িকাদের থেকে টিপস নিন]

আপনি যদি হবু কনে হন কিংবা কাছের কোনও মানুষের বিয়ে সামনে থাকে, তাহলে দীপিকা বা আলিয়ার মতো সাজপোশাক বেছে নিতে পারেন। সাজে আভিজাত্যের ছোঁয়ার পাশাপাশি বোল্ড ফ্যাশনও হবে। আলিয়ার মতো মুক্তোর স্টেটমেন্ট নেকপিস পরতে পারেন। মেকআপ মিনিম্যাল হলেও লাল লিপস্টিকে ঠোঁট হয়ে উঠুক সাহসী। আবার সাজগোজ একটু হালকা চাইলে দীপিকার মতো শুধুমাত্র কানের দুল বেছে নিতে পারেন। লিপ কালারের ক্ষেত্রেও ‘বলিউড মাস্তানি’ কিন্তু ন্যুড শেডই বেছে নিয়েছেন। রিসেপশন পার্টির জন্য এহেন সাজগোজ একেবারে জম্পেশ। সব্যসাচী শাড়িতে আপনার চোখে ‘মোহময়ী’ কে, আলিয়া না দীপিকা?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

[আরও পড়ুন: শাড়িতে জমকালো লুকের টিপস দিচ্ছেন বলিউড নায়িকারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement