Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Fashion

Durga Puja Fashion: পুজোয় কান সাজান ‘বুগাড়ি’তে, ট্রেন্ডি কেতাদুরস্ত এই গয়না সম্ভারে মাস্ট!

হাল ফ্যাশনে 'বুগাড়ি'। কোথায় পাবেন? কত দাম? রইল সুলুক সন্ধান।

Durga Puja Fashion: Bugadi earring in fashion trend | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 15, 2023 4:40 pm
  • Updated:October 15, 2023 4:43 pm  

মা আসতে আর বেশি দেরি নেই। প্যান্ডেলে বাঁশ-দড়ি যেমন পড়ে গিয়েছে, তেমন ওয়ার্ড্রোবেও নিত্য-নতুন ফ্যাশনের (Durga Puja Fashion 2023) পোশাকের সম্ভার বাড়ছে। একেক দিন একেকরকম ফ্যাশনে চমক দিতে হবে তো? হাল ফ্যাশনের হাঁড়ির খবর রাখতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট.ইন-এর পাতায়।

পছন্দের পোশাক হলেই চলবে? সঙ্গে মানানসই রাল ফ্যাশনের গয়নাও তো চাই নাকি? আর কানের দুলের প্রতি ফ্যাশনিস্তা মহিলাদের আলাদাই একটা কৌতূহল থাকে। নতুন কোন স্টাইলের কানের দুল ট্রেন্ডিং এবারের পুজোয়? খোঁজে থাকেন তাঁরা। তাহলে জানিয়ে রাখি এবারের হাল ফ্যাশনে ‘বুগাড়ি’ ইন। কোথায় পাবেন? কত দাম? রইল সুলুক সন্ধান।

Advertisement

পিন বুগাড়ি, আর ক্লিপ বুগাড়ি বর্তমানে ফ্যাশন ইন। পিয়ার্স থাকলেই হল। কোনওটা ক্লিপ সিস্টেম। পরাও সোজা। আর বুগাড়ির মূল বিষয় হল- এই গয়না পুরো কানজুড়ো থাকে। অতঃপর সিম্পল শাড়ি কিংবা কুর্তির লুককেও কেতাদুরস্ত করে তোলে নতুন ধরণের এই কানের দুল।

[আরও পড়ুন: মারাঠি সাজে মধুমিতা, পুজোয় শাড়িতে অন্য লুক ক্রিয়েট করতে চাইলে রইল ফ্যাশন টিপস]

কানে বুগাড়ি থাকলেই গলায় জমকালো গয়না পরার দরকার নেই। কারণ এই গয়না নিজেই জম্পেশ লুক ক্রিয়েট করে। পশ্চিমী পোশাকেরও সঙ্গেও দারুণ মানায় এই গয়না। অনলাইনে বুগাড়ি ইয়াররিং লিখে সার্চ করলেই পেয়ে যাবেন হরেক রকম অপশন। কোনওটা পিন বুগাড়ি আবার কোনওটা ক্লিপ।

মাছ, নৌকা, ত্রিশূল, দুর্গার মুখ, ময়ূর, পাতা বিভিন্নরকমের ডিজাইন রয়েছে। পোশাকের সঙ্গে মানানসই গয়না বেছে নিন। দাম শুরু ১৫০-২০০ টাকা থেকে। দামও খুব একটা বেশি নয়। দক্ষিণ এশিয়ার এই গয়না এখন হালফিলের ফ্যাশনে ইন।

[আরও পড়ুন: ‘উইমেন ইন ব্ল্যাক’! ব্রালেট হটপ্যান্টে মনামী, ব্লেজার-লেস শর্টসে সোহিনী, টলিপাড়ার ফ্যাশন কড়চা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement