Advertisement
Advertisement

Breaking News

Fashion Tips

বিয়ের মরশুমে মায়ের পুরনো শাড়িতে সাজবেন? ফ্যাশন টিপস দিচ্ছেন ভূমি পেড়নেকর

পুরনো টিস্যু শাড়িতে সেজে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী।

Bhumi Pednekar Gives Her Mother’s Vintage Saree a Modern Twist

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:December 23, 2024 4:16 pm
  • Updated:December 23, 2024 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাড়ি নিয়ে উন্মাদনা গোটা বিশ্বে। ৯ গজের এই বিস্ময়বস্ত্র নিয়ে বর্তমানে ফ্যাশন ডিজাইনারদের এক্সপেরিমেন্টেরও অন্ত নেই। কালের হাওয়ায় হারিয়ে যাওয়া পুরনো সব ঐতিহ্যবাহী ম্যাটেরিয়াল দিয়ে শাড়িকে নতুন রূপ দিচ্ছেন তাঁরা। আর নায়িকারাও কিন্তু পিছিয়ে নেই শাড়ি নিয়ে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। কেউ মায়ের আবার কেউ বা দিদার একশো বছরের পুরনো শাড়ি-গয়নাতেই নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন। সম্প্রতি ভূমি পেড়নেকরও (Bhumi Pednekar) সেই পথে হেঁটেছেন।

সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল ভূমির পরনে সোনালি রঙের টিস্যু শাড়ি। ক্যাপশনেই অভিনেত্রী জানিয়েছেন এই শাড়িটি তাঁর মায়ের। তবে কয়েক দশকের পুরনো শাড়িতেও যে ভোলবদলে নতুন লুকে ধরা দেওয়া যায়, সেটাই দেখালেন তিনি। শাড়িটি খুব সাধারণ। সোনালি রঙের টিস্যু শাড়িতে চওড়া পার। তবে ব্লাউজ নয়, শাড়ির সঙ্গে ভূমি টিম আপ করেছেন ব্রোকেডের পেপলাম করসেট। সেই করসেটের সুইটহার্ট নেকলাইন যেন ভূমির সাজে যেন অন্য মাত্রা যোগ করেছে। মায়ের সাবেকি শাড়ির সঙ্গে করসেটের যুগলবন্দি যেন ভূমির সাজে আভিজাত্যের সঙ্গে রুচির মেলবন্ধন ঘটিয়েছে। বিয়ের মরশুমে মায়ের শাড়িতে আপনিও এরকম মোহময়ী লুকে ধরা দিতে পারেন। 

Advertisement

মায়ের পুরনো টিস্যু শাড়িতে সেজে তাক লাগিয়ে দিয়েছেন ভূমি। মাসখানেক আগেই যেমন সোনাক্ষী সিনহা মায়ের বিয়ের সাদা শাড়ি পরে বিয়ে করেছিলেন। তেমন করিনা কাপুর খান ভোপালের পতৌদি পরিবারের রীতি অনুযায়ী দিদা শাশুড়ির ‘শারারা’ পরেছিলেন পারিবারিক রিসেপশনের দিন। ভূমি পেড়নেকরও সেরকমই মায়ের পুরনো শাড়ি দিয়ে আধুনিক লুক ক্রিয়েট করলেন। করিনা কাপুর, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো ভূমি পেড়নেকরও যে পরিবেশবান্ধব ফ্যাশনের পথে হাঁটছেন, সেটা মায়ের পুরনো শাড়ি দারুণ স্টাইলিংয়েই বুঝিয়ে দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement