Advertisement
Advertisement

Breaking News

White Kurta Fashion

রণবীর-সইফ-ভিকির মতো আপনিও বাজিমাত করুন সাদা পাঞ্জাবিতে, রইল টিপস

বিয়ের মরশুমে নজর কাড়ার সেরা উপায়।

Best ways to wear white Kurta like Ranbir Kapoor, Saif Ali Khan to Vicky Kaushal | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 26, 2023 5:11 pm
  • Updated:November 26, 2023 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন সাদা রঙের কদর বেড়েছে। বিশেষ করে অভিনেতাদের ক্ষেত্রে। সাদা পাঞ্জাবিতেই নজর কেড়েছেন রণবীর কাপুর, ভিকি কৌশল, সইফ আলি খানের মতো তারকা। বিয়ের মরশুম এসে গিয়েছে। সাদা পাঞ্জাবিতে তরুণীদের মন কাড়ার এই তো সময়! শ্বেতশুভ্র রঙেই বাড়ান আকর্ষণ। কীভাবে? রইল টিপস।

Virat

Advertisement

অনুষ্ঠান বাড়িতে সাদা পাঞ্জাবি পরলে তার সঙ্গে মানানই অ্যাক্সেসরিজের উপর জোর দিন। ম্যাচিং করে পকেট স্কোয়্যার, সানগ্লাস, ব্রেসলেট, গড়ি পরুন। যদি পাঞ্জাবির সঙ্গে হাফকোট পরেন তাহলে পকেটে একটা রঙিন রুমাল রেখে দিন। তাতেই হবে কেল্লাফতে।

সাদা পাঞ্জাবির সঙ্গে সাদা ওড়না নিতে পারেন। তাতে বেশ স্টাইলিশ লুক আসবে। চাইলে ওড়না গলায় জড়িয়ে নিতে পারেন, আবার শুধু গলার দুপাশে ঝুলিয়েও রাখতে পারেন।

White-Kurta-Fashion-1-varun

[আরও পড়ুন: বয়স চল্লিশ পেরিয়েছে, জীবনে নতুন প্রেম এসেছে? রইল সম্পর্ক টিকিয়ে রাখার ৬ টিপস ]

অনেকে সাদা পাঞ্জাবির সঙ্গে লং জ্যাকেট পরেন। তা ভালোই লাগে দেখতে। এই ধরনের জ্যাকেট হালকা রঙের হলেই ভালো। যাতে সেটা আপনার সাদা রঙের পাঞ্জাবিকে কম্প্লিমেন্ট করে। অবশ্য পাঞ্জাবির ঝুল ছোট হলে হাফ জ্যাকেট পরাই ভালো।

White-Kurta-Fashion-2

পুরো সাদা পাঞ্জাবি পরার বদলে আপনি বুকের কাছে সামান্য কাজ করিয়ে নিতে পারেন। এতে আলাদা একটা লুক আসবে। যদি তা না হয় তাহলে স্টাইলিশ ব্রোচ ট্রাই করতে পারেন।

পাঞ্জাবির সঙ্গে শাল নেওয়ার চল অনেক দিনের। তা এই শীতকালে বেশ কাজে দেয়। আবার দেখতেও ভালো লাগে। চাইলে রণবীরের মতো গলায় জড়িয়ে শাল নিতে পারেন, নাহলে এক কাঁধে প্লিট করে নিতে পারেন। 

[আরও পড়ুন: এক বাটি স্যুপেই চাবুক ফিগারের চাবিকাঠি? রেসিপি দিলেন ‘শেফ’ মিমি চক্রবর্তী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement