Advertisement
Advertisement

Breaking News

Parineeti Chopra Wedding Dress

Parineeti Chopra Raghav Chadha Wedding Updates: বর্তমানে ‘বলিউড ব্রাইড’দের ভরসা মনীশই? পরিণীতির আগেও ‘রায়’ দিয়েছেন এই নায়িকারা…

পরিণীতির আগেও যে বলিউড নায়িকারা মনীশ মালহোত্রার পোশাকে বসেছেন ছাদনাতলায়।

Before Parineeti Chopra, Bollywood actress became Manish Malhotra Bride | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 23, 2023 6:49 pm
  • Updated:September 23, 2023 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বিয়ে মানেই ডাক পড়ে সব্যসাচী মুখোপাধ্যায়ের। বাঙালি এই পোশাকশিল্পীর কদর বলিউডের গণ্ডি ছাড়িয়েও গোটা বিশ্বে। আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালন থেকে ক্যাটরিনা কাইফ, বিপাসা বসু, সোহা আলি খান পতৌদির মতো অনেক নায়িকাই ছাদনাতলায় বসার আগে চোখ বন্ধ করে ভরসা রেখেছিলেন সব্যসাচীর উপর। তবে নতুন প্রজন্মের অনেকেই আবার বর্তমানে মনীশ মালহোত্রার দিকেই ঝুঁকছেন।

শোনা যাচ্ছে, উদয়পুরে রাজকীয় বিয়ের অনুষ্ঠানে একেক দিন একেকটা অনুষ্ঠানের জন্য পরিণীতি চোপড়া (Parineeti Chopra) মনীশ মালহোত্রাকেই বেছে নিয়েছেন। বিয়ের দিনও মনীশের ব্রাইডাল কালেকশনই সাজবেন তিনি। মার্বেল থিম অনুযায়ী রাঘব চাড্ডার পোশাকও সাযুজ্য রেখে ডিজাইন করেছেন বলিপাড়ার সেলিব্রিটি পোশাকশিল্পী। ঘনিষ্ঠমহল সূত্রে অন্তত এমনটাই শোনা যাচ্ছে। এদিকে বিয়ের আগের রাতে শনিবার সঙ্গীতে যোগ দেওয়ার কথা থাকলেও আসেননি মনীশ (Manish Malhotra)। শোনা যাচ্ছে, রবিবার করণ জোহরের সঙ্গেই নাকি সাতসকালে উদয়পুরে উড়ে যাবেন পোশাকশিল্পী।

Advertisement

[আরও পড়ুন: সুযোগ পেলেই পরেন রণবীর সিং, পুজোতে কি আপনি ট্রাই করবেন ‘আনারকলি’?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

প্রসঙ্গত, মনীশের সঙ্গে পরিণীতির সম্পর্ক খুবই ভাল। বন্ধু পোশাকশিল্পীর কালেকশনে এর আগেও ব়্যাম্প মাতিয়েছেন পরিণীতি। তাছাড়া, মনীশের পোশাকে পরিণীতিকেও দিব্যি মানায়। তাই সম্ভবত বিয়ের পোশাকের দায়িত্বও বন্ধুর হাতেই তুলে দিয়েছেন পরীণিতি চোপড়া। উল্লেখ্য, এর আগেও একাধিক বলিউড নায়িকা মনীশ মালহোত্রার (Manish Malhotra Brides) পোশাকে সেজে বিয়ে করেছেন। সেই তালিকায় কিয়ারা আডবানি, কণিকা কাপুর, অঙ্কিতা লোখান্ডে, গওহর খান, উর্মিলা মাতণ্ডকর, প্রীতি জিন্টা, করিনা কাপুর, আকাঙ্ক্ষা রঞ্জনের মতো অনেকে রয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

[আরও পড়ুন: ‘জওয়ান’-এ পর্দা কাঁপিয়েছেন, জানেন নয়নতারার চাবুক ফিগারের ডায়েট রহস্য?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gauahar Khan (@gauaharkhan)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement