Advertisement
Advertisement

Breaking News

Beauty Tips At Home

Beauty Tips At Home: পুজোয় এবার সামান্য খরচেই হয়ে উঠুন ঝকঝকে, তাক লাগান সঙ্গীকে

বলিরেখা দূর করতে ৩ নম্বর ফেসপ্যাক অবশ্যই ব্যবহার করুন।

Beauty Tips At Home: Try these homemade remedies for Skin care
Published by: Akash Misra
  • Posted:October 17, 2023 5:06 pm
  • Updated:October 17, 2023 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো (Durga Puja) তো শুরু। ইতিমধ্য়েই প্যান্ডেলে প্যান্ডেলে উপচে ভিড়। কিন্ত এখনও তো বাকি পুজোর আসল দিনগুলো। তার জন্য তৈরি তো? নাহ, পোশাকের কথা বলছি না। সে তো নিশ্চয়ই কেনা শেষ। এবার শুধু বাকি সঠিক রূপচর্চার। বিউটি স্যালোঁতে যাওয়ার দরকার নেই। বরং বাড়িতেই ব্যবহার করুন ফেসপ্যাক।

১) শুষ্ক ত্বকে দারুণ কাজ করে কলা। একটা কলাকে চটকে নিয়ে তারমধ্যে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নিন। আর কিছু পরিমাণ কফি মিশিয়ে ফেসপ্যাক (Face Pack) তৈরি করুন। কিছুক্ষণ মুখে লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

Advertisement

২) হালকা গরম জলে এক চামচ কফি মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন। শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা কমবে।

Beauty Tips At Home

[আরও পড়ুন: লুটিয়ে পড়েছে রানির শাড়ির আঁচল, এই কাজটি করলেন শাহরুখ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

৩) হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে।

৪) দিন দিন ঠোঁটের রং কালো হয়ে যাচ্ছে? কোনও চিন্তা নেই। কলার ছোট টুকরো করে নিন। তার মধ্যে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।

[আরও পড়ুন: পুজোর প্রাপ্তি! ‘মিতিন মাসি’ কোয়েলের সঙ্গে দেখা রোনাল্ডিনহোর, উচ্ছ্বসিত অনুরাগীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement