সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ভাবনাচিন্তা করে আবার কখনও না ভেবে কত কিছুই না করি আমরা৷ অবচেতনে আমরা যা করি তাই আমাদের ব্যক্তিত্বের পরিচায়ক৷ অনেকেরই ধারণা, হাসিঠাট্টা করা বা কথা বলার পরিমাণই আমাদের ব্যক্তিত্ব কেমন তা বুঝতে সাহায্য করে৷ কিন্তু জানেন কি? আপনি স্নানের সময় শরীরের কোন অংশ প্রথমে পরিষ্কার করেন, তার উপরেও আপনার ব্যক্তিত্ব নির্ভর করে৷ অবাক হলেও মনোবিদদের দাবি অনুযায়ী এটাই সত্যি৷
স্নান করতে বাথরুমে ঢুকলেন৷ শুরুতেই প্রথমে মুখ ধুয়ে নেন অনেকেই৷ আপনি কি তাঁদের দলে? মনোবিদদের মতে, তাহলে আপনি অত্যন্ত হতাশায় ভোগেন৷ উদ্বিগ্নতার সমস্যাও আপনাকে তাড়া করে বেড়ায় বলেও দাবি মনোবিদদের৷ যাঁরা স্নানের শুরুতেই মুখ পরিষ্কার করেন, তাঁরা নাকি হাসিঠাট্টাও খুব একটা উপভোগ করতে পারেন না৷
বন্ধুমহলে কি আপনার উপস্থিতি আলাদা গুরুত্ব রাখে? আপনি কি নরম হৃদয়ের? প্রশ্নগুলির উত্তর যদি হ্যাঁ হয়, তবে মনোবিদদের মতে আপনি স্নান করতে ঢুকে প্রথমেই বগল পরিষ্কার করেন৷ যাঁরা এভাবেই স্নান শুরু করতে অভ্যস্ত তাঁরা নাকি ভাল প্রেমিক-প্রেমিকাও হন৷
স্নান করতে ঢুকে কি আপনি প্রথমে ঘাড়-কাঁধ পরিষ্কার করেন? তবে আপনি উচ্চকাঙ্খী হতে বাধ্য৷ মনোবিদদের মতে, এই ধরনের মানুষেরা নাকি তাঁদের স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত আর কিছু ভাবতেই পারেননা৷ নিজেকে উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতাও নাকি এই ব্যক্তিত্বের মানুষের দারুণ পছন্দের৷
বাথরুমে ঢুকেই জল ঢেলে মাথা থেকে পা পর্যন্ত ভিজে চুপচুপে হয়ে গেলেন৷ এরপর হাতে নিলেন সাবান৷ অনেকেই রয়েছেন যাঁরা সবার প্রথম বুকেই সাবান মাখেন৷ তাঁদের এই আচরণই নাকি ব্যক্তিত্বের পরিচয় দিতে পারে৷ মনোবিদদের মতে, যাঁরা বুকে সাবান মাখেন তাঁরা ত্বক নিয়ে খুব সচেতন হন৷ শুধু তাই নয়, জীবনের গতি নিয়েও অনেক বেশি সচেতন তিনি৷
গোপনাঙ্গ নিয়ে সাধারণত মুখ খুলতে চান না অনেকেই৷ আচ্ছা সবাইকে নাই বা বললেন, পড়তে তো আর ক্ষতি নেই৷ জানেন কি, যাঁরা স্নানের শুরুতেই গোপনাঙ্গ পরিষ্কারে অভ্যস্ত তাঁরা নাকি ভীষণ লাজুক হন৷ এই ধরনের মানুষের লড়াকু মানসিকতাও নাকি প্রশংসনীয়৷
বাথরুমে ঢুকেই যাঁরা হাত-পা পরিষ্কার করেন মনোবিদদের মতে তাঁরা নাকি অত্যন্ত নম্র হন৷ তবে স্পষ্ট ভাষায় নিজের প্রয়োজন বা অপ্রয়োজনের কথা বলতে ভোলেন না তাঁরা৷
আপনি আপনার মনের মানুষের জন্য ঠিক কতটা যত্নবান, স্নানের ধরন দেখেই তা বোঝা সম্ভব৷ কিন্তু ভাবছেন তো কীভাবে তা বোঝা যায়? স্নানের শুরুতেই পিঠ পরিষ্কারের অভ্যাস যাঁদের রয়েছে, তাঁদেরকে আপনি অনায়াসেই প্রেমিক বা প্রেমিকার প্রতি যত্নশীল বলে সার্টিফিকেট দিতেই পারেন৷
বর্তমান জীবনযাত্রায় সকলেই ভীষণ ব্যস্ত আমরা৷ টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ স্নানের শুরুতে যাঁরা চুল পরিষ্কার করেন, তাঁরা নাকি দক্ষতার সঙ্গে এই কাজটি করে থাকেন৷ তবে স্নানের শুরুতেই চুল ধোয়ার অভ্যাস না থাকলে যে আপনার টাইম ম্যানেজমেন্টের ক্ষমতা নেই তা নয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.