Advertisement
Advertisement

Breaking News

Radhika Merchant

দামি পোশাকে খোদাই করা দুর্গাশ্লোক! চর্চার কেন্দ্র আম্বানিদের হবু বধূ রাধিকার লেহেঙ্গা

বুধবার বিবাহ সংক্রান্ত 'মামেরু' অনুষ্ঠানে রানি-গোলাপি লেহেঙ্গা পরেছিলেন রাধিকা মার্চেন্ট।

Ambani's to be wife Radhika Merchant wears Durga shloka-inscribed lehenga for traditional 'mameru' ritual in Mumbai
Published by: Sucheta Sengupta
  • Posted:July 4, 2024 4:43 pm
  • Updated:July 4, 2024 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে বিলাসবহুল, জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠান। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের যাবতীয় রীতিনীতি পালিত হচ্ছে দীর্ঘ সময় ধরে। মাস কয়েক আগে গুজরাটের জামনগরে প্রাক বিবাহ অনুষ্ঠান নজর কেড়েছিল গোটা দেশের। চাঁদের হাট বসেছিল সেখানে! বুধবার বিয়েরই আরেক রীতি ‘মামেরু’ অনুষ্ঠিত হল মুম্বইয়ের আম্বানি ভবনে। সেখানে নজরকাড়া পোশাকে দেখা গেল আম্বানিদের হবু বধূ রাধিকা মার্চেন্টকে। তবে শুধুই আকর্ষণ নয়, রাধিকার পোশাক নিয়ে ইতিমধ্যে সমালোচনাও শুরু হয়েছে। ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি দামি লেহেঙ্গায় খোদাই করা দুর্গাশ্লোক! তাও আবার একেবারে সোনার জরির কাজ। তাঁর রানি-গোলাপি বাঁধনি জারদৌসি লেহেঙ্গা এখন আলোচনার কেন্দ্রে।

রানি-গোলাপি লেহেঙ্গায় রাধিকা মার্চেন্ট। ছবি: সোশাল মিডিয়া।

গুজরাটি বিবাহ অনুষ্ঠানের অন্যতম রীতি ‘মামেরু’ অনুষ্ঠান। এখানে পাত্রপক্ষের মামারবাড়ির পরিবার পাত্রীকে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিভিন্ন উপহার দিয়ে হবু বধূকে আশীর্বাদ করেন পরিবারের সদস্যরা। বুধবার আম্বানিদের মুম্বইয়ের (Mumbai) বাড়ি ‘অ্যান্টিলিয়া’তেই সেই আসর বসেছিল। সেই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ছিল হবু বধূ রাধিকা মার্চেন্টের পোশাক।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের মানহানি মামলার: ক্যাভিয়েট দাখিল কুণাল ঘোষের, পরবর্তী শুনানি আগামী সপ্তাহে]

ডিজাইনার মণীশ মালহোত্রার (Manish Malhotra) তৈরি করা রানি-গোলাপি বাঁধনি প্রিন্টের জারদৌসি লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। ৩৫ মিটার দীর্ঘ কাপড়ে বাঁধনি প্রিন্ট করা হয়েছে। তার পাড়ে আসল সোনার জরি (Gold Zari) আর তার দিয়ে খোদাই করা দুর্গাশ্লোক। তার সঙ্গে রাধিকার পরনে ছিল ঐতিহ্যশালী কোটি ব্লাউজ। তাতেও ছিল ধাতব সুতোর কাজ। তার সঙ্গে মানানসই কানের দুল, নেকলেস, চুড়ি, টিকলি। বলা হচ্ছে, আপাদমস্তক ঐতিহ্য তুলে ধরা হয়েছে রাধিকার পোশাকে।

রাধিকার লেহেঙ্গার পাড়ে খোদাই করা দুর্গাশ্লোক। ছবি: সোশাল মিডিয়া।

সূত্রের খবর, ওই পোশাক পরে নবদুর্গার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাধিকা। লেহেঙ্গায় দুর্গাশ্লোক (Durga Shloka) খোদাই করার বিষয়টি নিয়ে বিতর্ক এড়াতে সম্ভবত তাঁর ওই পদক্ষেপ। কিন্তু তাতেও বিতর্ক এড়ানো যায়নি। লেহেঙ্গার পাড়ে খাঁটি সোনার জরি ও তারের কাজে দুর্গাশ্লোক কেন? এই প্রশ্ন উঠছে। আগামী ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মুকেশপুত্র অনন্ত আম্বানির (Anant Ambani)সঙ্গে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) চূড়ান্ত বিবাহপর্ব। ১২ তারিখ তাঁদের শুভ বিবাহ, ১৩ তারিখ শুভ আশীর্বাদ ও ১৪ জুলাই মঙ্গল উৎসব তথা রিসেপশন। এই অনুষ্ঠানেও আমন্ত্রিত দেশের বহু বিশিষ্ট ব্যক্তি। নিমন্ত্রণ পর্ব চলছে এখনও।

[আরও পড়ুন: রাজ্যপাল বোসকে বাদ দিয়েই ২ বিধায়কের শপথ! জট কাটাতে সিদ্ধান্তের পথে স্পিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement