সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ৷ কেনাকাটিও প্রায় শেষ৷ একই রকমের জামা, জুতো তো সকলেই কিনছেন৷ ভাবুন যখন ঠাকুর দেখতে বেরোবেন তখন হাজার মানুষের ভিড়ে মিশে যাবেন আপনিও৷ তার চেয়ে বরং একটু অন্য কিছু ভাবুন৷ সাজুন একটু অন্যভাবে৷ যাতে ভিড়ের মাঝেও আপনি হয়ে উঠতে এক্বেবারে আলাদা৷ মণ্ডপ, প্রতিমার পাশাপাশি যাতে আপনিও সবার নজর কাড়তে পারেন সেই খোঁজই রইল আপনার জন্য৷
এতদিনে নিশ্চয় আপনার জুতো কেনা হয়ে গিয়েছে৷ কেউ হিল জুতো পছন্দ করেন তো কেউ ফ্ল্যাট৷ সে তো নয় সারা বছরের জন্য দু-একটা কিনলেন৷ কিন্তু ভিড়ের মাঝে আলাদা হওয়ার জন্য আজই ট্রাই করুন গাছের শিকড়ের মতো জুতো৷ হাই হিলের এই জুতোটি আচমকা দেখলে আপনার মনে হতেই পারে এটি গাছের শিকড়৷
এক ধরনের প্লাস্টিকের এই জুতোই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷ ঘন সবুজ ঘাসে খালি পায়ে হাঁটার আরামই আলাদা৷ কিন্তু সেই সুযোগ তো আসে না৷ সবুজে হাঁটার সুযোগ না থাকুক বরং ঘাসের মতো দেখতে জুতো কিনে ফেলতেই পারেন আপনি৷ যদি হিন পছন্দ করেন, তবে এই জুতোর কোনও বিকল্প নেই৷ পুজোর ভিড়ের মাঝে সকলের নজর কাড়তে এই জুতোর জুড়ি মেলা ভার৷
মাছের মতো দেখতে জুতো শিশুমহলে বেশ পরিচিত৷ মাঝে মাঝে মন হয় না, এভাবে সাজগোজের জন্য আবার যদি সেই ছোট্টটি হতে পারতাম৷ কিন্তু আর তার প্রয়োজন নেই৷ ভিড়ে মিশে যেতে না চাইলে, এবার পুজোয় আপনিও পায়ে পরে নিতেই পারেন মাছের মতো দেখতে জুতো৷
পানীয়ের বোতলের মতো জুতোও একবার ট্রাই করে দেখতেই পারেন৷ পুজো প্যান্ডেলে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় এই জুতো আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে দিতে বাধ্য৷
View this post on InstagramClear liquid diet 🍸#crimesagainstshoemanity #sundaymood #clearliquiddiet
এই জুতোগুলিই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷ তাই আর দেরি না করে আজই অর্ডার দিন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.