Advertisement
Advertisement

Breaking News

এভাবেই নজর কাড়তে পারেন বড়দিনে

তাহলে এবারের বড়দিনে আপনার চয়েজ কোনটি হবে?

fashion for girls on chrismas eve
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 23, 2016 10:02 pm
  • Updated:December 23, 2016 10:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমকে বিদায় জানিয়ে ঠান্ডার চাদর গায়ে চাপিয়েছে তিলোত্তমা৷ শীতকে স্বাগত জানিয়েছেন শহরবাসী৷ আর এমন আবহাওয়ায় আরও বেশি করে বছর শেষের উৎসবে মাতছে কলকাতা৷ কফি কাফে থেকে কলেজ ক্যান্টিন, সর্বত্র একটাই আলোচনা৷ বড়দিন আর নতুন বছরের সেলিব্রেশনটা ঠিক কীভাবে করা হবে৷ বন্ধুদের বাড়িতে হবে পার্টির আয়োজন না কি গন্তব্য হবে ডিস্কো থেক! আবার লং ড্রাইভের কথাও ভাবছেন অনেকে৷ প্ল্যান যাই হোক না কেন, মহিলাদের জন্য সাজ-গোজটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ৷

jacky-759

Advertisement

বড়দিন মানেই আনন্দের উৎসব৷ বর্ষবরণের উৎসব তো সেদিন থেকেই শুরু৷ তাই বড়দিন থেকেই বন্ধু-বান্ধবদের সামনে নিজেকে সুন্দরভাবে তুলে ধরাটা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷ আর পাশ্চাত্য উৎসবে বাঙালিয়ানার ছাপ একেবারেই পছন্দ নয় জেন ওয়াইয়ের৷ কলেজ পড়ুয়া থেকে কর্পোরেট সেক্টরের আধুনিকা, সকলেই যীশুর জন্মদিন পালনে ওয়েস্টার্ন পোশাকের দিকে ঝুঁকছেন৷ চলুন দেখে নেওয়া যাক, এবারের বড়দিনে কোন পোশাক আপনাকে বাকিদের থেকে আলাদা করে তুলবে৷

red-prom-dress-leel-style-happy-valentines-day-2015-sexy-red-prom-dresses-ideas

ক্রিসমাস মানেই মাথায় লাল টুপি পরে বাক্স ভর্তি করে সান্তাক্লজের আগমন৷ তাই বড়দিনের আদর্শ রং অবশ্যই লাল৷ তাছাড়া যে কোনও উৎসবে লাল রঙের পোশাক আলাদা নজর কাড়ে৷ জ্যাকলিন ফার্নান্ডেজকেই দেখুন না৷ লাল রঙের পোশাকের সঙ্গে ম্যাচ করে সান্তা টুপিতে কেমন আকর্ষণীয় দেখাচ্ছে বলি ডিভাকে৷ অথচ একেবারেই চকরা-বকরা কিছু সাজেননি তিনি৷ জুয়েলারি বলতে কিছুই দেখা যাচ্ছে না৷ তা সত্ত্বেও গ্ল্যামারাস জ্যাকলিনের থেকে চোখ ফেরানোই দায় হয়ে উঠছে৷ ঠিক এমনই সিম্পলভাবে সাজিয়ে তুলুন নিজেকে৷ শর্টের পাশাপাশি লাল লং গাউনও পার্টির জন্য আদর্শ হতে পারে৷

জিন্স পরার ইচ্ছে হলে অবশ্যই স্কিনি অ্যাঙ্কেল জিন্স বেছে নিন৷ উপরে উলেন অফ-শোলডার টপ পরতে পারলে ভাল৷ আর তার রং লাল হলে কথাই নেই৷ তবে রাতে ডিস্কে গেলে কালো অথবা নীল রঙেও উজ্জ্বল দেখাবে আপনাকে৷ শীতকালের কথা মাথায় রেখে লং জ্যাকেটকে স্টাইল স্টেটমেন্টে পরিণত করতেই পারেন৷ সেক্ষেত্রেও কালো অথবা লাল রং বেছে নিন৷ এর পাশাপাশি শর্ট স্কার্টের সঙ্গে স্টিলেথো জুতোও দারুণ মানানসই লাগবে৷ আর সঙ্গে সান্তা টুপি পরতে পারলে তো আর কথাই নেই৷

তাহলে এবারের বড়দিনে আপনার চয়েজ কোনটি হবে? সময় নষ্ট করে তাড়াতাড়ি ঠিক করে ফেলুন আর হয়ে উঠুন অনন্যা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement