Advertisement
Advertisement

এক সূত্রে বাঁধা পড়ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম!

তথ্য ফাঁস আটকাতে এই ভাবনা৷

 Facebook plans to MERGE Instagram, Messenger and WhatsApp
Published by: Tanujit Das
  • Posted:January 27, 2019 5:30 pm
  • Updated:January 27, 2019 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে আপনার ফোনের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম৷ বা এই তিনটি অ্যাপের খোলনলচে বদলে গিয়েছে৷ বিষয়টি সত্যি ঘটলে অবাক হবেন নিশ্চয়ই৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ঘটতেই পারে৷ কারণ, এমন কিছু করার নাকি পরিকল্পনা করছে উল্লেখিত তিনটি অ্যাপের মূল সংস্থা ফেসবুকের৷ আসলে অতি জনপ্রিয় এই তিনটি অ্যাপের মধ্যে যোগসূত্র গড়ে তুলতে চাইছে সংস্থাটি৷ এদের নিয়ে আসতে চাইছে এক ছাতার তলায়৷ আরও ভাল করে বললে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে সংযুক্ত করে দিতে চাইছে ফেসবুক কর্তৃপক্ষ।

[সাধারণতন্ত্র দিবসে গুগল ডুডলে ফুটে উঠল অতুল্য ভারত ]

Advertisement

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সূত্রে খবর, তিনটি অ্যাপকে এক ছাতার তলায় আনার কাজও নাকি শুরু করে দিয়েছে ফেসবুক৷ এদের একত্রিত করলে কেমন দেখতে হবে সেই কাঠামো তৈরির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে৷ ফেসবুকের মূল উদ্দেশ্য সংস্থার অধীনে থাকা সমস্ত অ্যাপকে এক ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। যাতে অ্যাপগুলির বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকে৷ তবে ঠিক কবে এসব সিদ্ধান্ত প্রয়োগ করা হবে বা আদৌ হবে কী না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি৷

[সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আকর্ষণীয় প্যাক ঘোষণা করল BSNL]

ফেসবুকের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, গ্রাহকদের সবচেয়ে সেরা মেসেজিং অভিজ্ঞতা দিতেই সংস্থার এই প্রয়াস৷ তাঁদের উদ্দেশ্য, দ্রুততার সঙ্গে সহজ এবং নির্ভরযোগ্যভাবে একজনের মেসেজ অন্যজনের কাছে পৌঁছে দেওয়া৷ গ্রাহকদের তথ্য যেন গোপন থাকে সেদিকে নজর রাখা৷ ফেসবুক সূত্রে খবর, নয়া মেসেজিং অ্যাপটির মাধ্যমে পরস্পরের সঙ্গে কথা বলারও সুযোগ করে দিতে চাইছেন তাঁরা৷ যাতে আরও বিপুল সংখ্যক ব্যবহারকারীকে তাঁদের সঙ্গে যুক্ত করা যায়৷ এই পদ্ধতিতে বিজ্ঞাপন পেতেও সুবিধা হবে ফেসবুকের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement