সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক এবার টিন-এজারদের জন্য এক নয়া অ্যাপ নিয়ে এল৷ লাইফস্টেজ নামের এই অ্যাপটি আপাতত আইফোন-ইউজাররাই ব্যবহার করতে পারবেন৷ অ্যাপটি আদতে ফেসবুকের পুরনো সংস্করণের মতো দেখতে বলে দাবি করেছেন অনেকে৷ তবে এই অ্যাপে ভিডিও-র উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷
এই অ্যাপের বৈশিষ্ট্য কী? ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, এটি মূলত এক ধরনের ভিডিও ডায়েরি৷ একটি নির্দিষ্ট গ্রুপের মধ্যে ইউজাররা বিভিন্ন বায়োগ্রাফিক্যাল প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবেন৷ এই অ্যাপটি ব্যবহার করতে হলে একজন ইউজারের বয়স ২১ বছর বা তার কম হতে হবে৷ কারও বয়স যদি ২২ বছর হয়ে যায়, তখন সেই ইউজারকে কীভাবে বাদ দেওয়া হবে, সে বিষয়ে ব্লগে বিস্তারিত জানায়নি ফেসবুক৷ বায়ো তৈরি করতে টেক্সট-এর বদলে ব্যবহার করা যাবে ভিডিও৷ রয়েছে লাইক, ডিসলাইক, বেস্ট ফ্রেন্ডস অপশন৷ যে কোনও ভিডিও রেকর্ড করে প্রোফাইলে ‘অ্যাড’ করা যাবে৷ হাই স্কুল পড়ুয়াদের জন্য এই অ্যাপ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে৷ অন্তত ২০ জন ইউজার কোনও একটি স্কুলকে বেছে নিলে তবেই সেই স্কুলের পড়ুয়ারা একে অপরের প্রোফাইল দেখতে পারবেন৷ ঠিক এইভাবেই জন্ম নিয়েছিল ফেসবুক৷
এই অ্যাপটির জন্ম দিয়েছেন ফেসবুকের মাত্র ১৯ বছর বয়সী প্রোডাক্ট ম্যানেজার মাইকেল সেম্যান৷ মাত্র ১৩ বছর বয়সে যিনি ‘কোডিং’ শুরু করে, তৈরি করেন 4Snaps নামের একটি ফটো অ্যাপ৷ মাত্র তিনজন ইঞ্জিনিয়ার ও একজন ডিজাইনারকে সঙ্গে নিয়ে গত দু’বছর ধরে নয়া অ্যাপটি তৈরি করেছেন সেম্যান৷ এই অ্যাপের সাহায্যে স্কুলের পড়ুয়ারা ভিডিও প্রোফাইল তৈরি করতে পারবেন৷ অনেকটা স্ক্র্যাপবুকের মতো৷ একই স্কুলের বন্ধুরা একটি গ্রুপের মধ্যে যুক্ত হতে থাকবেন৷ বিশেষজ্ঞরা বলছেন, ঠিক এভাবেই জন্ম নিয়েছিল ফেসবুক৷ এখন আবার জন্মলগ্নের নীতিকেই আঁকড়ে ধরে নয়া প্রজন্মের কাছে অপরিহার্য হতে চাইছে ফেসবুক৷ তবে কোনও ইউজার নিজের স্কুল বাদ দিয়ে অন্য কোনও স্কুলের গ্রুপে যুক্ত হতে চাইলে কীভাবে সেটা আটকানো সম্ভব হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি ফেসবুকের ওই ব্লগ পোস্টে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.