Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Fashion

Durga Puja Fashion: সাদা বা কালো, এই পুজোয় জামদানিতে সাজতে হলে টিপস নিন মিমি-জয়ার কাছে

রইল 'অনন্যা' হয়ে ওঠার চাবিকাঠি।

Durga Puja Fashion: Mimi Chakraborty, Jaya Ahsan's look in Dhakai Jamdani Saree | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 20, 2023 9:21 pm
  • Updated:October 13, 2023 7:38 pm  

মা আসতে আর বেশি দেরি নেই। প্যান্ডেলে বাঁশ-দড়ি যেমন পড়ে গিয়েছে, তেমন ওয়ার্ড্রোবেও নিত্য-নতুন ফ্যাশনের (Durga Puja Fashion 2023) পোশাকের সম্ভার বাড়ছে। একেক দিন একেকরকম ফ্যাশনে চমক দিতে হবে তো? হাল ফ্যাশনের হাঁড়ির খবর রাখতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট.ইন-এর পাতায়। 

শাড়িতেই পারফেক্ট নারী… বারবার প্রমাণ করেছেন নায়িকারা। এই পুজোয় ঢাকাই জামদানিতে সাজতে হলে টিপস নিতে পারেন দুই টলিউড অভিনেত্রীর কাছ থেকে। প্রথমজন মিমি চক্রবর্তী। পরনে সাদা ঢাকাই জামদানি। স্লিভলেস ব্লাউজ। কোনওরকম অলঙ্কারের আতিশয্য নেই! কানে শুধুমাত্র রুপোর ছোট্ট দুল… গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে টলিউড নায়িকার! চোখ ফেরানোই দায়! আর নায়িকার এমন লুক দেখেই কুপোকাত নেটপাড়া।

Advertisement

হালকা এই জামদানি কিন্তু গরমে পরে বেশ আরাম। পুজোর কোনও এক দিন সকালের জন্য বেছে নিতেই পারেন। সঙ্গে থাকুক ট্রেন্ডি রুপোর গয়না। কানে বড় ঝুমকো। হাতে থাকুক একগাছা সিলভার চুরি। ব্যস, লুক কমপ্লিট।

অন্যদিকে, পদ্মাপারের কন্যা জয়া আহসানও কালো রঙের ঢাকাই জামদানিতে ফ্যাশনিস্তাদের নজর কেড়েছেন। বাংলাদেশের তাঁতিদের হাতে বোনা এই শাড়ির কদর কিন্তু গোটা বিশ্বজুড়ে। কালো হালকা ঢাকাই জামদানির সঙ্গে জয়াও বেছে নিয়েছিলেন মানানসই ডিপকাট নেকের স্লিভলেস ব্লাউজ। কানো রুপোর বড় দুল। আর ছোট টিপ। হালকা লিপস্টিক। পুজোর কোনও গেট টুগেদারে দিব্যি চলতে পারে এই শাড়ি।

[আরও পড়ুন: শিফন শাড়িতে গ্ল্যামারাস পাওলি, মুক্তো ঝরা হাসিতেই বাজিমাত ‘ফ্যাশনিস্তা’ নায়িকার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vilasa Bengal (@vilasabengal)

বয়স চল্লিশ হলেও গ্ল্যামার এতটুকু কমেনি জয়ার। টলিউড, ঢালিউডজুড়ে দুই বাংলায় তাঁর গুণমুগ্ধের সংখ্যা অগণিত। মিমি হোক কিংবা জয়া, দুই নায়িকার ছবিতেই অনুরাগীরা ভালবাসা উজার করে দিয়েছেন। কিন্তু পুজোর জন্য ‘বং বিউটি’র লুক আপনার নজর কাড়ল? জানান কমেন্ট বক্সে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement