সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : মনোরম বাতাস। শহরের আনাচে কানাচে ফুটতে শুরু করেছে ছাতিম, হাসনুহানা। ফুলের গন্ধে মাতোয়ারা হওয়ার দিন যে এসে গিয়েছে, তা জানান দিচ্ছে কোকিলের কুহুতান। এরই মধ্যে সকালের দিকে ঝিরঝিরে বৃষ্টি। দুপুরের একটু গরম হলেও, রাতে হালকা ঠান্ডা। সব মিলিয়ে ‘বসন্ত এসে গেছে’।
বসন্ত, মানে কাব্য ও প্রেমের কাল। বাতাসে উড়ছে ফুলের রেণু। এই রেণু শুধুই স্ত্রীফুলের গর্ভকেশরে পরাগ সংযোগ ঘটায় না। সেইসঙ্গে প্রবেশ করে মানুষের নিঃশ্বাস-প্রশ্বাসেও। আর তাতেই যত বিপত্তি। বিশেষজ্ঞদের মতে বাতাসে ভেসে বেড়ানো ফুলের রেণু সিওপিডি রোগীদের সমস্যা বাড়ায়। চেষ্ট স্পেশালিস্টদের কথায়, ফুলের রেণু তীব্র অ্যালার্জেন। বিশেষ করে যাঁরা অ্যালার্জি প্রবণ বা যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁদের জন্য ফুলের রেণু মারাত্মক বিপজ্জনক হতে পারে। অ্যালার্জি মাত্রা ছাড়ালে এবং সময় মতো চিকিৎসা না হলে শ্বাসকষ্ট থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে ধূলিকণায় শ্বাসকষ্ট হতে পারে। ত্বক এবং চোখে অ্যালার্জি। হাম বা বসন্তের প্রকোপ বাড়ে। তাই প্রবীণদের এবং যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাঁদের এই সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা? দূর করতে মেনুতে রাখুন ফাইবারযুক্ত খাবার
ক্যালেন্ডার মেনেই ফাগুনের শুরুতেই বসন্ত এসে গিয়েছে বাংলায়। শুক্রবারের চেয়ে শনিবার তাপমাত্রা বাড়ল আরও দু’ডিগ্রি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। কিন্তু শনিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। যদিও রাতের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এ বারও দায়ী পশ্চিমী ঝঞ্ঝা। পূর্বাভাস বলছে, নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকেছে। এর প্রভাবে পশ্চিম হিমালয়ের পাহাড়ে ফের তুষারপাত চলছে। দিল্লি-সহ উত্তর ভারতে বৃষ্টি হচ্ছে, শনিবারও হতে পারে। বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ চড়ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই তাপমাত্রার পারদ ক্রমশ বেড়ে চলেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিল হাওয়া অফিস। শিলিগুড়ি, পুরুলিয়া, পানাগড়ে রাতের তাপমাত্রা নেমে যায় ৮-৯ ডিগ্রিতে। আবহবিদরা বলছেন, আগামী ৪৮ ঘণ্টা ঠান্ডার এই অনুভূতি বজায় থাকবে। কিন্তু শীত আর ফিরবে না।
জানেন, খাবার চিবিয়ে না খেলে কি বিপদ হতে পারে?
বসন্ত নিয়ে প্রচুর কবিতা আছে। অনেকের এটা সবচেয়ে প্রিয় ঋতু। কৃষ্ণচূড়া-রাধাচূড়া এই সময়েই পাওয়া যায়। দোল, হোলি-সহ নানা উৎসব এই ঋতুতে হয়। বসন্তকে বলা হয় ‘ঋতু রাজ’। তবে চিকিৎসকরা বলছেন, এই বসন্তই রোগ ছড়ানোর প্রকৃত সময়। তাই ঋতুকে উপভোগ করে কিছুটা সাবধানে থাকতেই হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.