সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। অথচ কোনওভাবেই চার হাত এক হয়ে উঠতে পারছে না। বিয়ের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েও বারবার পিছিয়ে যেতে হচ্ছে। অনেক ছেলেকেই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। কারওক্ষেত্রে দেখা যায়, মেয়ের বাবা-মা বিয়েতে রাজি নন। আবার কারও ক্ষেত্রে বিয়ের কথা এগোতেই চারপাশ থেকে ঠিক মাথা চাড়া দিয়ে ওঠে বিভিন্ন সমস্যা। তবে সব বাধা কাটিয়ে পছন্দের নারীকেই জীবনসঙ্গী হিসাবে পেতে পারেন আপনি। পূর্ণিমা তিথিতে মেনে চলুন কয়েকটি জিনিস। দেখুন তো ফল পান কি না…
১. প্রতি পূর্ণিমায় কলাগাছকে পুজো করুন। দেখবেন সব বাধা আস্তে আস্তে কেটে যাচ্ছে।
২. এই তিথিতে কেশরের তিলক লাগান কপালে। খাবারের মধ্যেও কেশর মিশিয়ে নিন।
৩. দিনভর হলুদ রঙের রুমাল পকেটে রাখুন।
৪. গরীব মানুষকে হলুদ রঙের পোশাক দান করুন।
৫. ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে বেসনের লাড্ডুর ভোগ চড়ান।
৬. বৃহস্পতি দেবের মন্দিরে গিয়ে হলুদ রঙের ফুল-ফল দিয়ে পুজো দিন। সঙ্গে নিন হলুদ রঙের মিষ্টিও। জেনে রাখুন, বৃহস্পতির পছন্দের রং হলুদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.