Advertisement
Advertisement

Breaking News

নতুন রঙের WhatsApp ব্যবহার করেছেন কি?

জানেন নিজের কত বড় সর্বনাশ ডেকে আনলেন?

Disguised WhatsApp malware creates panic among netizens
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2017 11:42 am
  • Updated:May 17, 2017 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বিধি নিয়ে যখন দেশের সর্বোচ্চ আদালতে শুনানি চলছে, তখনই এই মেসেজিং অ্যাপ আরও এক নতুন বিপদ ডেকে আনছে ইউজারদের জন্য৷ এক নতুন ম্যালওয়্যার ক্রমশই হোয়াটসঅ্যাপ ইউজারদের মধ্যে ছড়াচ্ছে৷ ‘দ্য নেক্সট ওয়েব’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, স্মার্টফোন ইউজারদের নতুন রঙের হোয়াটসঅ্যাপ ইনস্টল করার লোভ দেখিয়ে একটি লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

[নস্ট্যালজিয়া উসকে ফিরল Nokia 3310, কেন কিনবেন?]

একগুচ্ছ নতুন রঙের হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে ইউজারদের অনুরোধ করা হচ্ছে ওই সন্দেহজনক লিঙ্ক পাঠিয়ে৷ সঙ্গে নিচে এক লাইন লেখা, “আমিও ব্যবহার করছি এই নতুন রঙের হোয়াটসঅ্যাপ, আপনিও করুন৷” এক রেডিট ইউজার লিখছেন, “আমার ফোনে বুধবার সকালেই এই মেসেজ এসেছে৷ ফেক URL-টি এসেছে অজানা একটি নম্বর থেকে৷ সেখানে লেখা, বিভিন্ন রঙে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে এই URL-টি আমার ১০ জন বন্ধুকে পাঠাতে হবে৷ তাহলেই নাকি আমার ফোনের হোয়াটসঅ্যাপের রঙ পাল্টে যাবে৷”

Advertisement

[অনলাইনে এই দম্পতির যৌন মিলনের দৃশ্য দেখল গোটা দুনিয়া]

এই নতুন ম্যালওয়্যার কী ক্ষতি করতে পারে স্মার্টফোনের?  আপনার ফোনের যাবতীয় ডেটা চুরি যেতে পারে৷ আপনার ব্যাঙ্কিং তথ্য থেকে শুরু করে, আপনার গ্যালারিতে জমানো সব ছবি আপনার অজান্তেই চলে যাবে দুষ্ট লোকেদের হাতে৷ কিন্তু কী করে চিনবেন এই নকল URL? সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফেক URL-এ হোয়াটসঅ্যাপ-এর ফন্ট আলাদা৷ তাছাড়া এই মুহূর্তে কোনও অজানা সোর্স থেকে ‘.apk’ ফাইল ডাউনলোড না করাই ভাল৷ ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ জানাচ্ছে, ইউরোপ ও ভারতে হোয়াটসঅ্যাপ স্ক্যাম এখন বেড়েই চলেছে৷ শুধুমাত্র ভারতেই এখন অন্তত ১০টি ভাষায় চ্যাট করা যায় হোয়াটসঅ্যাপে৷

whatsapp security-sangbad pratidin

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement