Advertisement
Advertisement

Breaking News

এই প্রথম ১৭ ইঞ্চির ‘টু-ইন-ওয়ান’ ল্যাপটপ আনলো Dell

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহে বিশ্বের প্রথম ১৭ ইঞ্চির টু-ইন-ওয়ান ল্যাপটপ আনার কথা ঘোষণা করল ডেল। তাদের ইন্সপিরেশন সিরিজের নয়া ল্যাপটপে রয়েছে বিশেষ ‘ইনফ্রারেড ক্যামেরা’।আরও পড়ুন:পার্ট টাইম চাকরিতে বিপুল রোজগারের ‘ফাঁদ’! পা দিয়ে ৫৭ লক্ষ খোয়ালেন তরুণবাজারে এল রূপ বডি মাসাজ অয়েল, এই শীতে ত্বককে সতেজ রাখুন প্রতিদিন Advertisement উইন্ডোজ ১০-এর ‘হ্যালো ফিচার’ প্রযুক্তির […]

Dell’s new 17-inch Windows laptop
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 5:56 pm
  • Updated:June 12, 2018 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহে বিশ্বের প্রথম ১৭ ইঞ্চির টু-ইন-ওয়ান ল্যাপটপ আনার কথা ঘোষণা করল ডেল। তাদের ইন্সপিরেশন সিরিজের নয়া ল্যাপটপে রয়েছে বিশেষ ‘ইনফ্রারেড ক্যামেরা’।

উইন্ডোজ ১০-এর ‘হ্যালো ফিচার’ প্রযুক্তির সাহায্যে ইউজারের মুখের ছবি দিয়েই ল্যাপটপে ‘লগ ইন’ করা যাবে। শুধু ১৭ ইঞ্চির নয়, ১৫ ও ১৩ ইঞ্চির ডেল ইন্সপিরেশন মডেলও বাজারে আসতে চলেছে এ মাসেই। তিনটি মডেলেই থাকবে ইনটেল সিক্স জেনারেশন কোর প্রসেসর। দাম পড়বে ৭৪৯ ডলার।

Advertisement

অ্যালুমিনিয়াম ডিজাইন সমৃদ্ধ এই ল্যাপটপগুলি স্কাই-লেক আর্কিটেকচার বেসড। আপাতত চিন ও আমেরিকায় বিক্রি শুরু হচ্ছে আধুনিক ল্যাপটপগুলির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement