Advertisement
Advertisement

Breaking News

ক্যাবে চড়লেই এবার মিলবে বিনামূল্যে 4G ডেটা

কোন ক্যাবে চড়লে মিলবে এই সুবিধা?

Data War intensifies, Vodafone offers free 4G sim, Data in selected cabs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2017 9:20 am
  • Updated:June 21, 2017 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও বিনামূল্যে 4G ডেটা দেওয়ার পর থেকেই বিনামূল্যে ফোর-জি ডেটা দেওয়ার হিড়িক পড়েছে সার্ভিস প্রোভাইডারগুলির মধ্যে৷ তার রেশ এখনও কমেনি৷ নানাভাবে বিনামূল্যে ডেটা দিয়ে গ্রাহক ধরে রাখার জোর প্রতিযোগিতায় নেমেছে সংস্থাগুলি৷ এবার তাতে একধাপ এগোল ভোডাফোন৷

ফের চমক Jio-র, মিলবে ৭২ জিবি অতিরিক্ত 4G ডেটা ]

Advertisement

সম্প্রতি ফোর-জি ডেটা দেওয়ার ক্ষেত্রে নয়া পরিকল্পনার কথা ঘোষণা করেছে জিও৷ যেখানে LYF ব্র্যান্ডের ফোন কিনলেই মিলছে অতিরিক্ত ফ্রি ডেটা৷ প্রায় তার পাশাপাশিই নয়া অফার নিয়ে হাজির ভোডাফোন৷ এবার ক্যাবে চড়লেই বিনামূল্যে ফোর-জি সিম ও ডেটা দেওয়ার ভাবনা সংস্থাটির৷ তবে যে কোনও ক্যাবে চড়লেই যে এ অফার মিলবে এমনটা নয়৷ মেরু ক্যাবস, ইজি ক্যাবস, মেগা ক্যাবস-এর মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন৷ যাঁরা এই ক্যাবগুলিতে চড়বেন, তাঁদের কাছে থ্রি-জি সিমকে ফোর-জি তে আপগ্রেডের একটা সুযোগ থাকছে৷ প্রিপেড ও পোস্ট পেড দুই ধরনের সিমের জন্যই তা প্রযোজ্য৷ আপগ্রেডেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে ক্যাবগুলিতেই৷ যাত্রীদের শুধু কিটের নির্দেশ মেনে তা করতে হবে৷ বিনামূল্যেই এই পরিষেবা পাওয়াতে অবশ্য চমকের শেষ নয়৷ যাঁরা এই কাজ করবেন, তাঁরা ৪ জিবি পর্যন্ত ডেটাও পাবেন বিনামূল্যে৷ জিও-কে কড়া টক্করে ফেলতে ও গ্রাহক ধরে রাখতেই এই সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে৷ তবে আপাতত এই সুবিধা পাবেন দিল্লির বাসিন্দারাই৷

দীর্ঘদিন সঙ্গমে লিপ্ত না হলে কী কী হয় জানেন? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement