Advertisement
Advertisement

ঘরোয়া পদ্ধতিতে কোঁকড়ানো চুল চান? জেনে নিন পদ্ধতি

আজই চেষ্টা করে দেখুন৷

Curl your hair without a curler, read this tips
Published by: Sayani Sen
  • Posted:September 30, 2018 4:52 pm
  • Updated:September 30, 2018 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো এসে গিয়েছে৷ হাতে মাত্র আর কয়েকটা দিন৷ সেজেগুজে সুন্দরী হয়ে উঠতে কে না চায়? পুজোর আগে তাই বিউটি পার্লার লম্বা লাইন৷ কেউ চুল কাটছেন তো কেউ ফেসিয়াল৷ ট্রেন্ড এখন যদিও স্ট্রেট হেয়ার, কিন্তু কোঁকড়ানো চুলও মন্দ নয়৷ কিন্তু পার্লারে গেলেই তো আর হবে না, নিজেকে সুন্দর করে তুলতে হাতে সময় আর পকেটে পয়সা দুটোই লাগবে৷ মাসমাইনের টাকায় বিউটি পার্লারের খরচ নয় উঠল৷ কিন্তু এত সময় পাবেন কীভাবে? অফিস সামলাতে সামলাতেই তো আপনার দিন শেষ৷ কিন্তু মনের আর কি দোষ, পুজোর আগে সেজে উঠতে কার না ইচ্ছে হয়? পরিস্থিতির কথা ভেবে, নিজের উপর নিজেরই বিরক্তি লাগছে? চিন্তা করবেন না, পার্লারে যাওয়ার সময় নেই তো কী হয়েছে? বরং ঘরোয়া পদ্ধতিতে পেয়ে যান কোঁকড়ানো চুল৷ আপনার জন্য রইল সেই টিপস৷

[এবার পুজো মাতাবে বাঁকুড়ার সোনামুখী সিল্ক]

প্রথমে শ্যাম্পু করুন৷ চুলের ডগা পর্যন্ত লাগান কন্ডিশনার৷ তোয়ালে দিয়ে জড়িয়ে নিন আপনার চুল৷ কোঁকড়ানো চুল পেতে ব্যবহার করুন হেয়ার স্প্রে৷ মুঠোতে চুল জড়িয়ে নিয়ে বানিয়ে নিন হাত খোঁপা৷ ৩০ মিনিট পর হাত খোঁপা খুলে চুল আঁচড়ে নিন৷ চুলের ক্ষতি ছাড়া এই পদ্ধতিতে খুব সইজেই কোঁকড়ানো চুল পেতে পারেন আপনি৷

Advertisement

[পুজোয় সাজুন নতুন সাজে, লেহেঙ্গার সঙ্গে পরুন শার্ট]

ধরুন আপনার সাতসকালেই কোথাও যাওয়ার প্রয়োজন৷ শ্যাম্পু করে নানা পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার সময় কোথায়? যাই করুন, নির্দিষ্ট সময়ের বাইরে তো আর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়৷ তাই রাতেই ঘুমের আগে শক্ত করে চুল বেঁধে নিন৷ এরপর সকালে উঠে চুল খুলে আঁচড়ে নিন৷ ম্যাজিক দেখতে পাবেন নিজের চোখেই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement