Advertisement
Advertisement

পার্টনারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন

প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এসব ছেড়ে বেরিয়ে আসুন।

couples who post selfies on social media are more likely to be unhappy and insecure
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 5, 2017 12:08 pm
  • Updated:February 5, 2017 12:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে আপনার মনের মানুষ, তাকে নিয়ে দেখনদারির কি সত্যিই কোনও দরকার আছে? যে আপনার নিজের, গোটা দুনিয়াকে না দেখালেও তো আপনারই থাকবে। আপনার সম্পর্কের ভিত তো আর পাঁচটা লোকের অনুমোদনের উপর দাঁড়িয়ে নেই। তবু এমন অনেক কাপল আছেন যাঁরা, দিনের অধিকাংশ সময়ই মনের মানুষটির সঙ্গে তুলে রাখা বিভিন্ন মুহূর্ত শেয়ার করে চলেন সোশ্যাল সাইটে। যা একদম ব্যক্তিগত, তাঁকে তুলে আনেন ‘দেওয়াল’ লিখনে। জানেন, গবেষকরা বলছেন ব্যক্তিগত জীবনে যারা অসুখী বা সঙ্গীকে নিয়ে ইনসিকিওরিটিতে ভোগেন তাঁরাই নিজের প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর সঙ্গে কাটানো একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলি দিনভর পাবলিক করে চলেন। উল্টোদিকে যাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাসী, তাঁরা বাইরের লোকের কাছ থেকে নিজের লাভলাইফ বা পার্সোনাললাইফকে দূরে সরিয়ে রাখতেই বেশি স্বচ্ছন্দ্য।

বিনা অনুমতিতে মোদির ছবি ব্যবহার, জিও-পেটিএমকে চিঠি পাঠাল ক্ষুব্ধ কেন্দ্র

Advertisement

Mail online কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেক্সোলজিস্ট নিক্কি গোল্ডস্টেইন জানান, অন্যরা তাদের সম্পর্ক নিয়ে ঠিক কী ভাবছে, তা জানতে অনেক কাপল ঘনঘন নিজেদের ফটো পোস্ট করে। গোল্ডস্টেইনের মতে, যখন সম্পর্কে টানাপোড়েন চলে, তখনই তৃতীয় ব্যক্তির মতামত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুধু সম্পর্কের টানাপোড়েন থেকেই নয়, অনেকে নিরাপত্তাহীনতা থেকেও মনের মানুষের সঙ্গে কাটানো সময়গুলি সকলের সামনে বারবার তুলে ধরতে চান। এভাবে তাঁরা বোঝানোর চেষ্টা করে, ‘আমরা ভাল আছি।’ কিন্তু আপনি যখন ভাল আছেন, তাহলে লোক দেখানোর কী দরকার?

অনেকে বলেন, কথায় কথায় কাপল-ছবি পোস্ট করা আসলে পার্টনারের প্রতি অধিকারবোধ ফলানোর চেষ্টা। অনেকে মনে করেন, পার্টনার আমার হাতের মুঠোয়, এমনটাও ফলানোর চেষ্টা করেন কেউ কেউ। সম্প্রতি Personality and Social Psychology Bulletin একটি রিপোর্ট পেশ করেছে। যেখানে বলা হয়েছে, অনলাইনে যেসব কাপল তাদের ব্যক্তিগত মুহূর্তগুলি তুলে ধরতে সবসময় ব্যস্ত থাকেন, তাঁদের বেশিরভাগই নিজেদের সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে।

আচ্ছা! আপনার মনেও এমনই কিছু ঘুরপাক খাচ্ছে না তো? আমাদের জবাব দিতে হবে না। নিজের মনের কাছে জবাবদিহি করুন। আর সত্যি যদি তেমনটা হয়, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব দু’জনে কথা বলে সব ভুল বোঝাবুঝি ঝেড়ে ফেলুন। আরে, ভালবাসার মানুষকে নিয়ে সারাজীবন ভাল থাকতে হবে তো না কি?

পদ্মফুলে গেরুয়া রং নীতিশের, বিতর্ক তুঙ্গে

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement