Advertisement
Advertisement

দেশের বাজারে আসছে Coolpad-এর সেলফি স্মার্টফোন

মডেলটির টিজার প্রকাশিত হয়েছে অনলাইনে...

Coolpad to launch selfie-focused smartphone in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2016 8:46 pm
  • Updated:June 11, 2018 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১০ আগস্ট দেশের বাজারে তাদের নতুন সেলফি-ফোকাসড স্মার্টফোন আনতে চলেছে চিনা সংস্থা Coolpad৷ সংস্থা সূত্রে খবর, এই স্মার্টফোন আম জনতার সেলফি তোলার সংজ্ঞা আমূল বদলে দিতে চলেছে৷

ইতিমধ্যেই অনলাইনে মডেলটির টিজার ছাড়তে শুরু করেছে কুলপ্যাড৷ টিজার দেখে অনুমান করা যায়, নতুন মডেলটির রিয়ার ক্যামেরা হতে পারে ১৩ মেগাপিক্সেলের৷ ডিসপ্লেও হতে পারে বেশ বড়, অন্তত ৫-৫.৫ ইঞ্চির৷ থাকতে পারে ৪ জিবির র‍্যাম৷ একটি টেকনোলজি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি অনুযায়ী, নতুন স্মার্টফোনটিতে ৩.৫ এমএম অডিও জ্যাক রয়েছে৷ মডেলটির দাম এখনও জানানো হয়নি সংস্থার তরফে৷

Advertisement

চলতি বছরের মে মাসে ভারতে কুলপ্যাড-এর ফ্ল্যাগশিপ মডেল ‘ম্যাক্স’ আত্মপ্রকাশ করেছে৷ Coolpad Max-এর দাম ২৪,৯৯৯ হাজার টাকা৷ ফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির, ফুল এইচডি৷ রয়েছে ১.৫ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, সঙ্গে ৪ জিবি র‍্যাম৷ মডেলটির ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement