Advertisement
Advertisement

সিআইএসএফ-এ বিভিন্ন পদে ৪৪১ জন নিয়োগ

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল/ড্রাইভার পদে ৪৪১ জনকে নিয়োগ করবে৷

CISF Recruitment 2016 - 441 Constable/Driver
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 6:17 pm
  • Updated:July 11, 2018 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল/ড্রাইভার পদে ৪৪১ জনকে নিয়োগ করবে৷ আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে৷ বয়ান পাবেন www.cisf.gov.in ওয়েবসাইটে৷ আবেদনের শেষ তারিখ ১৯ নভেম্বর, ২০১৬৷ শুধুমাত্র তফসিলি প্রার্থীরাই আবেদনের যোগ্য৷

মোট শূন্যপদের মধ্যে তফসিলি জাতি ৩৬৪, তফসিলি উপজাতি ৭৭৷ মাধ্যমিক পাসরা ভারী মোটর ভেহিক্যাল বা ট্রান্সপোর্ট ভেহিক্যাল, হাল্কা মোটর ভেহিক্যাল ও গিয়ার-সহ মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্সপ্রাপ্ত হলে আবেদন করতে পারেন৷ তবে প্রার্থীর ভারী গাড়ি/ট্রান্সপোর্ট ভেহিক্যাল বা হাল্কা মোটর গাড়ি ও মোটর সাইকেল চালানোর কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অভিজ্ঞতা হিসাব করা হবে হাল্কা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স পাওয়ার তারিখ থেকে৷

Advertisement

বয়স হতে হবে ১৯ নভেম্বর, ২০১৬ তারিখ অনুযায়ী ২১ থেকে ২৭ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ দৈহিক মাপজোক হতে হবে উচচতায় অন্তত ১৬৭ সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি৷ তফসিলি উপজাতির প্রার্থীরা যথারীতি উচ্চতা ও বুকের ছাতির ক্ষেত্রে নির্ধারিত ছাড় পাবেন৷ দৃষ্টিশক্তি প্রয়োজন চশমা ছাড়া দূরের ক্ষেত্রে ৬/৬ ও কাছের ক্ষেত্রে উভয় চোখে এন/৬৷ বর্ণান্ধতা বা শারীরিক কোনও ত্রুটি থাকলে আবেদন করবেন না৷

প্রার্থী বাছাই করা হবে শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷ শারীরিক সক্ষমতায় সফল প্রার্থীদেরই লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে৷ সবশেষে নেওয়া হবে ডাক্তারি পরীক্ষা৷ সফল হলে নিয়োগ করা হবে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা বেতন ক্রমে৷ সঙ্গে গ্রেড পে ২,০০০ টাকা৷

পূরণ করা আবেদনপত্র ৩ কপি পাসপোর্ট মাপের ফোটোগ্রাফ বয়স, কাস্ট সার্টিফিকেট, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত প্রতিলিপি, হাল্কা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালানোর অভিজ্ঞতার সার্টিফিকেটের প্রত্যয়িত প্রমাণপত্র এবং নিজের নাম-ঠিকানা লেখা ও ২২ টাকার ডাকটিকিট সাঁটা চটি ১৯x৮ সেন্টিমিটার মাপের খাম-সহ পাঠাতে হবে সাধারণ ডাকে৷ ছবির ১ কপি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সেঁটে ও অপর ২টি কপি আবেদনপত্রের সঙ্গে গেঁথে দেবেন৷

আবেদনপত্রভরা খামের উপর APPLICATION FOR THE POST OF CONSTABLE/DRIVER (SPECIAL DRIVE FOR SC AND ST ONLY) কথাটি লিখে দেবেন৷ পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীরা আবেদনপত্র পাঠাবেন DIG, CISF (North Fast Zone), Premises No. 553, East Kolkata-Township Kasba, Kolkata, West Bengal-700107 ঠিকানায়৷ নিয়োগ সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement