Advertisement
Advertisement

সার্কিট বোর্ড থেকেই মিলবে সোনা!

স্মার্টফোন, টেলিভিশন, কম্পিউটার থেকেই রাশি রাশি সোনা মিলতে পারে৷

Circuit board is the source of gold
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 19, 2016 2:51 pm
  • Updated:March 1, 2017 6:09 am  

রোশনি চক্রবর্তী: আলিবাবার গুহায় গুপ্তধন মনে আছে নিশ্চয়ই৷ রাশি রাশি সোনা৷ দুর্মূল্য মোহর৷ তেমনটাই পাওয়া যেতে পারে পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে৷ আর প্রবাদেই তো আছে, ছাই থেকেও অমূল্য রতনের সন্ধান মেলে! এই বিষয়টাও ঠিক তেমন… বিজ্ঞানীরাও তাই বলছেন৷ স্মার্টফোন, টেলিভিশন, কম্পিউটার থেকেই রাশি রাশি সোনা মিলতে পারে৷

গবেষকরা একটি সামান্য পদ্ধতি ব্যবহার করে পুরনো যন্ত্রপাতি থেকে সোনা নিষ্কাশন করতে পেরেছেন৷ কিন্তু সোনা নিষ্কাশন করার পদ্ধতি বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে৷ কারণ সায়ানাইড৷ বিষাক্ততম এই পদার্থের কারণেই এই গবেষণা এগোতে পারছে না৷ বৈদ্যুতিন বর্জ্য- পুরনো মোবাইল, টেলিভিশন সেট, কম্পিউটার এই সবকিছুর মধ্যেই পৃথিবীর সাত শতাংশ সোনা লুকিয়ে রয়েছে৷ পুরনো যন্ত্রপাতির যে কোনও সার্কিট বোর্ডই এর উৎস৷ গবেষণাগারে রসায়নবিদরা সার্কিট বোর্ড থেকেই সোনা নিষ্কাশন করতে সক্ষম৷

Advertisement

লন্ডনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, পরিবেশবান্ধব সমাজ গড়ার লক্ষ্যেই তাঁরা এই দিকটি নিয়ে ভেবেছেন৷ পুরনো, ফেলে দেওয়া হাবিজাবি জিনিসপত্র থেকে কীভাবে সোনা মিলতে পারে, সেই দিকটি নিয়েই এগিয়েছেন তাঁরা৷ সোনার খনির বদলে পুরনো জিনিস থেকে সোনা পাওয়া গেলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের মান কমবে৷ ফলে বাড়বে অক্সিজেনের পরিমাণ৷ এমনকী তাদের গবেষণায় কোনওরকম বিষাক্ত রাসায়নিকও ব্যবহার করা হয়নি৷

বৈদ্যুতিক যন্ত্রপাতিতে প্রতি বছর মোট ৩০০ টনেরও বেশি সোনা ব্যবহার করা হয়৷ এই জটিল রসায়নের সমস্যা সমাধানে নিষ্কাশন পদ্ধতি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা৷ তারা একটি নতুন পদার্থ আবিষ্কার করে ফেলেছেন, যেটির মাধ্যমে তুলনামূলক সহজ উপায়ে সোনা নিষ্কাশন করা যায়৷ সার্কিট বোর্ডগুলিকে মৃদু অ্যাসিডে রেখে দেওয়া হয়৷ ফলে ধাতব অংশগুলি গলে যায়৷ এরপরই একটি তৈলজাতীয় রাসায়নিক যোগ করা হয়৷ যেটি ওই জটিল মিশ্রণ থেকে সোনাকে আলাদা করে দেয়৷ গবেষকরা জানিয়েছেন, “বৈদ্যুতিন বর্জ্য ব্যবহার করে সমাজ ও অর্থনীতির উপকারের দিকটিই মাথায় রেখেছি আমরা৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement