Advertisement
Advertisement

Breaking News

ChampOne C1

মাত্র ৫০১ টাকায় স্মার্টফোন! আনছে কারা?

চ্যাম্পওয়ান নামে এক অনামা সংস্থা ব্যবহারকারীদের হাতে এই দামে ফোন তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷

ChampOne C1 is the newest in the series of cheapest Indian smartphones
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 9:24 pm
  • Updated:April 16, 2019 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রিডমের অভিজ্ঞতা ছিলই৷ এবার সস্তায় স্মার্টফোন দিতে এগিয়ে এল আরও এক কোম্পানি ৷ চ্যাম্পওয়ান নামে এক অনামা সংস্থা ব্যবহারকারীদের হাতে এই দামে ফোন তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷

এর আগে রিংগিং বেলস নামে এক কোম্পানি ২৫১ টাকায় স্মার্টফোন তুলে দিয়েছিল৷ ফ্রিডম নামে সেই ফোনের জন্য ছিল বিপুল চাহিদা৷ চাহিদার সঙ্গে পাল্লা দিতে না পেরেই সমালোচনার মুখে পড়েছিল কোম্পানিটি৷

Advertisement

সে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই কোম্পানিটি অবশ্য সস্তায় ফোন দেওয়ার কথা ঘোষণা করেছে তাদের ওয়েবসাইটে৷ ChampOne C1 নামে যে ফোনটি তারা এই দামে দেওয়ার কথা জানিয়েছে, সেটির আসল দাম প্রায় ৮ হাজার টাকা৷ তবে ২ সেপ্টেম্বর প্রথম ফ্ল্যাশ সেল উপলক্ষে ৫০১ টাকায় ফোনটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি৷ তার জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে৷ তবে প্রত্যাশিতভাবেই চাহিদার কারণে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে বলেও ব্যবহারকারীদের অভিযোগ৷

কী কী থাকছে এই ফোনে?

ডিসপ্লে- ৫.০০ ইঞ্চি

স্টোরেজ-১৬ জিবি

প্রসেসর- ১.৩ গিগা হার্জ

ব়্যাম-২ জিবি

রিয়ার ক্যামেরা- ৮ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা- ৫ মেগাপিক্সেল

ওএস- অ্যান্ড্রয়েড ৫.১

ব্যাটারি- ২৫০০এমএএইচ

এছাড়া থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও৷

সাম্প্রতিক অতীতে সস্তায় স্মার্টফোন দেওয়ার হিড়িক দেখা গিয়েছে বিভিন্ন কোম্পানিগুলির মধ্যে৷ যোধপুরের এই কোম্পানিটিও নেমেছে সেই প্রতিযোগিতায়৷ তবে পুরোটাই ফ্ল্যাশ সেলের খাতিরে৷ বিশ্বস্ত থাকার জন্য টোল ফ্রি নম্বরও দিয়ে দিয়েছে সংস্থাটি৷ ফোনটি হোম ডেলিভারি দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement