Advertisement
Advertisement

Breaking News

Jio-র ধাক্কা, ৩৬ টাকায় ১ জিবি ডেটা দিচ্ছে BSNL

BSNL কি পারবে Jio-কে হারাতে?

BSNL Mega offer, 1 GB data for Rs 36 only
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 4, 2017 1:14 pm
  • Updated:August 22, 2019 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও-র ধাক্কায় টেলিকম মার্কেটের শীর্ষ সংস্থাগুলিকেও এখন কার্যত জলের দরে ইন্টারনেট ডেটা দিতে হচ্ছে গ্রাহকদের৷ ভোডাফোন, এয়ারটেলের মতো বহুজাতিক সংস্থার পর এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলও একই পথে হাঁটল৷ আগামী সোমবার থেকেই থ্রি-জি ডেটা চার্জ একধাক্কায় অনেকটাই কমিয়ে দিচ্ছে বিএসএনএল৷

(৮ ফেব্রুয়ারির পর বন্ধ হচ্ছে Gmail!)

সংস্থা সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৯১ টাকার প্ল্যানে যেখানে আগে ২ জিবি ডেটা মিলত, এখন থেকে মিলবে ৮ জিবি ডেটা৷ অর্থাৎ, চার গুণ বেশি ডেটা মিলবে সেই একই খরচে৷ পাশাপাশি, ৭৮ টাকার প্ল্যানে মিলবে ২ জিবি ডেটা৷ সার্ভিস চার্জটুকু বাদ দিলে প্রতি এক জিবি ডেটার জন্য বিএসএনএল এখন মাত্র ৩৬ টাকা চার্জ করবে৷ এই মুহূর্তে বাজারে অন্যান্য সংস্থাগুলি ৫০ টাকা প্রতি জিবি রেটে ডেটা অফার করছে বলেও দাবি বিএসএনএলের৷

Advertisement

(Jio-র দাদাগিরি ঠেকাতে মিশে যাচ্ছে ভোডাফোন ও আইডিয়া!)

সংস্থার দাবি, এই মুহূর্তে বাজারে সবচেয়ে কম খরচে ডেটার অফার দিচ্ছে বিএসএনএলই৷ সংস্থার বোর্ড ডিরেক্টর ফর কনজিউমার মোবিলিটি আর কে মিত্তল বলেছেন, “প্রিপেড গ্রাহকদের সবচেয়ে কম খরচে সবচেয়ে ভাল পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর৷ ৬ ফেব্রুয়ারি, ২০১৭ থেকে এই নতুন অফারগুলি গ্রাহকদের জন্য বাজারে চলে আসবে৷” অন্যদিকে, রিলায়েন্স জিও আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রত্যেক গ্রাহককে ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারে প্রতিদিন ১ জিবি করে হাই স্পিড ডেটা দেওয়া অব্যাহত রাখতে পারবে বলে জানিয়েছে ‘ট্রাই’৷

(৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে Jio)

গত ২৪ ডিসেম্বর টেলিকম ট্রাইবুনালের কাছে জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারের বিরুদ্ধে নালিশ করে এয়ারটেল৷ ৯০ দিন পেরিয়ে গেলেও বিনামূল্যে ডেটা দেওয়া বন্ধ করেনি জিও, এই অভিযোগ তুলে জিও-র পরিষেবা স্তব্ধ করতে ট্রাই-এর দ্বারস্থ হয় এয়ারটেল৷ কিন্তু ট্রাই জিও-কে তাদের পরিষেবা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে৷ যার ফলে জিও গ্রাহকরা এখন আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন৷ বাণিজ্যিকভাবে লঞ্চ করার মাত্র তিন মাসের মধ্যে জিও এখন দেশের বৃহত্তম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার৷

(এবার Whatsapp নিয়ে এল দুর্দান্ত এই ফিচার)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement