সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন কাজে হঠাৎই প্রয়োজন পড়ে পাসপোর্ট সাইজ ছবির। অনেক খুঁজেও অনেকসময় তা মেলে না হাতের কাছে। ফলে সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধান নিয়ে হাজির Blinkit।
নিশ্চয়ই ভাবছেন বিষয়টা কী? সংস্থা সূত্রে খবর, এবার ১০ মিনিটে আপনার বাড়ি পাসপোর্ট সাইড ছবি পৌঁছে দেবে এই অ্যাপ। তার জন্য যে প্রচুর টাকা গুণতে হবে তেমনটাও নয়। পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজে অনেক সময় হঠাৎই পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন পড়ে। কিন্তু সবসময় তা কাছে থাকে না। অনেকক্ষেত্রে নতুন করে ছবি তোলার সময়ও থাকে না। কারণ, সমস্ত দোকানে দিনভর ছবি তোলা ও সঙ্গে সঙ্গে প্রিন্টআউটের ব্যবস্থা থাকে না। সংস্থার দাবি, এই কথা মাথায় রেখে এই নয়া ফিচার।
কিন্তু কীভাবে ছবির জন্য অর্ডার দেবেন? সংস্থা সূত্রে খবর, অন্যান্য সামগ্রীর মতো করেই ছবির জন্য দিতে হবে অর্ডার। অর্ডার দেওয়ার পর মাত্র ১০ মিনিটেই হাতে পৌঁছে যাবে ছবি। জানা গিয়েছে, ছবির সাইজ ঠিক কী হবে। কোন পেপারে ছবি প্রিন্ট করা হবে তা অ্যাপেই সিলেক্ট করা যাবে। তবে আপাতত সব রাজ্যে এই সুবিধা পাওয়া যাবে না। আপাতত গুরগাঁও ও দিল্লিতে মিলবে এই পরিষেবা। পরবর্তীতে সর্বত্র চালু হবে বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.