সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় প্রতি সপ্তাহেই নয়া নয়া ফিচার এনে তাক লাগিয়ে চলেছে হোয়াটসঅ্যাপ৷ অ্যাপটি আপডেট করলেই ফিচার তালিকায় যুক্ত হয়ে যায় নতুন কিছু ফিচার৷ ফলে পুরনো হয়ে গেলেও ব্যবহারকারীদের কাছে এটি এখনও সবচেয়ে জনপ্রিয়৷ শুধুমাত্র একটা ফোন নম্বর থাকলেই স্মার্টফোনে অ্যাক্টিভেট হয়ে যায় হোয়াটসঅ্যাপ৷ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ যাঁরা ব্যবহার করেন, তাঁরা জানেন, বন্ধুদের কাছ থেকে নানা ধরনের ফরোয়ার্ড করা মেসেজ এসে পৌঁছয়৷ কোথাও থাকে বিনামূল্যে ঘড়ি জিতে নেওয়ার অফার৷ আবার কোথাও হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং চালু করার অপশন৷ তবে জেনে রাখা ভাল, বেশ কিছু লিঙ্ক কিন্তু আপনার ফোনের ক্ষতি করতে পারে৷ তাই সতর্ক থাকতে হবে৷
ইদানীং হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে৷ মেসেজটিতে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং লিঙ্কের নিচে লেখা, হোয়াটসঅ্যাপ ভিডিও কল অ্যাক্টিভেট করার জন্য মেসেটি অন্যান্য গ্রুপে শেয়ার করুন৷ কয়েক মাস আগে হোয়াটসঅ্যাপ ভয়েস কল অ্যাক্টিভ করার জন্য একই ধরনের মেসেজ আসত৷ লিঙ্কটিতে ক্লিক করলেই বেশ কিছু অন্য ওয়েবসাইট খুলে যাবে৷ সেগুলি হয় ম্যালওয়্যার আর নয়তো বিজ্ঞাপনের পেজ৷ এই পেজগুলো থেকে আপনার ফোনে ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে৷ তাছাড়া ওই স্ক্যাম পেজে ঢুকলেই ওয়েবসাইটগুলো টাকা কামাতে থাকে৷
তবে স্বস্তির বিষয়, লিঙ্কটি এখন খুলছে না৷ তাই এখনই সতর্ক হয়ে যান৷ ভুল করেও এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না৷ বন্ধুদেরও জানিয়ে দিন, মেসেজটি ফরোয়ার্ড না করতে৷ ফোনকে সুরক্ষিত রেখেই জনপ্রিয় এই মেসেজিং সাইট ব্যবহার করা ভাল নয় কি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.