Advertisement
Advertisement

Breaking News

শীতের মরশুমে রূপচর্চায় গুড়ের জাদু আপনাকে অবাক করবে

আকর্ষণীয় হয়ে ওঠার জন্য এই টিপস আপনার কাজে লাগবেই৷

Beauty benefits of jaggery
Published by: Sayani Sen
  • Posted:January 30, 2019 8:48 pm
  • Updated:January 30, 2019 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির সাধারণত শেষ পাতে মিষ্টি ছাড়া চলে না৷ তার উপর আবার যদি হয় শীতকাল৷ তবে তো আর কথাই নেই৷ রুটির পর শেষ পাতে গুড় ছাড়া ভোজনরসিকরা কিছু ভাবতেই পারেন না৷ শীতের আমেজে তাড়িয়ে তাড়িয়ে গুড়ের স্বাদ উপভোগ করেন তাঁরা৷ গুড় খেয়ে শুধু যে মন ভরছে তা নয়৷ গুড় খেলে আরও বেশি আকর্ষণীয়ও হয়ে উঠতে পারেন আপনি৷ তাই শীতের মরশুমে আরও মোহময়ী হয়ে ওঠার জন্য রোজ শেষ পাতে থাক গুড়৷ একটানা কয়েকদিন গুড় খাওয়ার পর নিজেই তফাৎটা বুঝতে পারবেন৷

[বিয়ের কনেকে সাজান আধুনিক মেকআপে]

আপনি কি ব্রণর সমস্যায় জেরবার? বিভিন্ন কোম্পানির নানা ক্রিম মেখে কি আপনি বিরক্ত হয়ে গিয়েছেন? আপনার এই সমস্যা সমাধানে ব্রহ্মাস্ত্র হতে পারে গুড়৷ প্রতিদিন অল্প একটুখানি গুড় খেলেই আপনার ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে পারেন৷ শুধু তাই নয় মিটতে পারে ব্রণর সমস্যাও৷ এছাড়াও মুখে থাকা নানা দাগও পরিষ্কার হওয়ার অব্যর্থ দাওয়াই গুড়৷

Advertisement

Look Fresh

ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে কি আপনার মনে হয় বুড়িয়ে যাচ্ছেন? এই ভেবে আর কত সময় নষ্ট করবেন? সামান্য উপায়েই শেষ হতে পারে আপনার আক্ষেপের দিন৷ এবার থেকে রোজ একটু করে গুড় খাওয়া শুরু করুন৷ দিনকয়েকের মধ্যেই দেখতে পাবেন জাদু৷ দেখবেন গুড় খেয়েই ত্বকের বয়স কমে যাবে অনেকটাই৷ ফিরে পাবেন হারিয়ে যাওয়া ত্বকের জেল্লা৷

[মেক-আপ ছাড়াই হয়ে উঠুন মোহময়ী, জেনে নিন কীভাবে]

skin
চুল পরার সমস্যায় কি বিরক্ত হয়ে গিয়েছেন? তবে আপনার জন্য অব্যর্থ দাওয়াই হতে পারে গুড়৷ একটি পাত্রে মুলতানি মাটি নিন৷ তাতে দু’চামচ গুড় দিন৷ সামান্য মধুও দিতে পারেন৷ এবার সামান্য জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন৷ প্রতিদিন নিয়ম করে এই মিশ্রণটি চুলে লাগান৷ দশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন৷ দেখবেন দিনকয়েকের মধ্যেই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি৷

[সব ঋতুতে উজ্জ্বল ত্বক চাই? করলার উপকারিতা জেনে রাখুন]

Hair fall [বিয়ের মরশুমে কনেরা বেছে নিন ট্রেন্ডিং পোশাক]

ত্বকের দাগছোপ দূর করার জন্য গুড়ের চেয়ে আর বেশি উপকারী বোধহয় কিছু হতেই পারে না৷ একটি পাত্রে টমেটোর রস নিন৷ তাতে এক চামচ গুড় দিন৷ কয়েক ফোঁটা পাতিলেবুর রস মেশান তাতে৷ এবার ওই মিশ্রণটি মুখে মাখুন৷ ১৫ মিনিট এই মিশ্রণটি গালে লাগান৷ এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ সপ্তাহখানেক এই মিশ্রণটি ব্যবহারের পর তফাৎ নিজে চোখেই দেখতে পাবেন আপনি৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement