Advertisement
Advertisement

ইজরায়েলের মহিলা সেনার শরীরী নেশায় বুঁদ দুনিয়া

ক্লিক করে দেখে নিন বিস্ফোরক সেই ছবি৷

beautiful Israeli soldiers show off their sexy snaps
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 5:08 pm
  • Updated:December 28, 2016 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি অস্ত্রশস্ত্রের খ্যাতি বিশ্বজোড়া৷ কিন্তু অতি সম্প্রতি ইজরায়েলি সেনাবাহিনীর মহিলা সদস্যদের নিয়ে যেন তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া৷ না, শুধুই তাঁদের সামরিক দক্ষতার জন্য নয়, তাঁদের চোখ ঝলসানো স্বল্পবসনা ছবির জন্য৷ একদিকে তাঁদের মেদহীন টানটান চেহারা, তার উপর হাতে মারণ আগ্নেয়াস্ত্র- দুইয়ের যুগলবন্দিতেই যেন মাতিয়ে রেখেছে ইজরায়েলি মহিলা সেনারা৷

তাই, ইজরায়েলি সেনাবাহিনীর মহিলা সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ এমনিতেই, ১৮ বছর বয়স হলেই সমস্ত ইজরায়েলি নাগরিকদের অন্তত দু’বছরের জন্য সশস্ত্র সেনাবাহিনীতে যোগ দিতে হয়৷ সেখানে তাঁদের ভারী অস্ত্রশস্ত্র চালানো শেখানো হয়৷ গেরিলা হামলার প্রশিক্ষণও দেওয়া হয়৷ ডেইলি মেল জানিয়েছে, যে মহিলাদের ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট হয়েছে, তাঁদের অধিকাংশেরই বয়স ২০-র কোঠায়৷ ‘হট ইজরায়েলি আর্মি গার্লস’ নাম ওই অ্যাকাউন্টের ফলোয়ার্স প্রায় ৩৪ হাজার৷ রয়েছে ২০০০-এর ও বেশি মহিলাদের আকর্ষণীয় ছবি৷ দেখে নিন সেই সব ছবির ঝলক-

Advertisement

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement