Advertisement
Advertisement

ফেসবুকের ‘বাগ’ ধরে ১০ লক্ষ টাকা পেলেন ভারতীয় ইঞ্জিনিয়ার

প্রথম ভারতীয় হোয়াইট হ্যাট হ্যাকার হিসাবে ‘ফেসবুক’স হল অফ ফেম’এ দশম স্থান অধিকার করেছেন৷

Arun S Kumar has been awarded by Facebook for finding bug
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 19, 2016 8:32 pm
  • Updated:August 10, 2022 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র অরুণ এস কুমার সম্প্রতি ‘বাগ’ শিকারী হিসাবে বেশ নাম করেছেন৷ ফেসবুকের ওয়েবসাইট কোডে ‘বাগ’ ধরেই পুরস্কারস্বরূপ পেয়ে গেলেন ১০ লক্ষ ৭০ হাজার টাকা৷

এই ‘বাগ হান্টার’ অরুণ এস কুমার একজন ‘হোয়াইট হ্যাট হ্যাকার’৷ এমইএস ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র৷ তাঁর বয়স মাত্র ২০ বছর৷ এখনও ইঞ্জিনিয়ারিং পাশ করেননি তিনি| কিন্তু হোয়াইট হ্যাকিংয়ে পারদর্শী হ্যাকারদের হার মানাতে পারবেন অরুণ৷

Advertisement

গত এপ্রিল মাসে গুগল এবং ফেসবুকে তিনি বেশ কয়েকটি সমস্যা দেখেছিলেন৷ তাঁর পরিপ্রেক্ষিতেই  ফেসবুক থেকে ৭ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় অরুণকে৷

সম্প্রতি আরেকবার ফেসবুকে একটি গুরুতর সমস্যা দেখতে পান তিনি৷ যে ‘বাগ’টি তিনি এইবার খুঁজে পান তা ব্যবহার করে গ্রে হ্যাকাররা সম্পূর্ণ ওয়েবসাইট তাদের দখলে করে নিতে পারেন বলেই দাবি করেছেন অরুণ৷ গত ২৯ আগস্ট এই সমস্যার কথা জানিয়ে ফেসবুককে মেল করেন তিনি৷ যাঁর উত্তরে ফেসবুক তাঁকে ধন্যবাদ জানায়৷ ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণের এই সমস্যা চিহ্নিত করার ফলে ফেসবুক নিরাপত্তাজনিত ভয়ংকর সমস্যার সম্মুখীন হওয়া থেকে রেহাই পেল৷

গত ৩ বছর ধরে এই ‘বাগ হান্টার’ প্রায় ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা আয় করেছেন কেবল হোয়াইট হ্যাট হ্যাকিং-এর মাধ্যমে৷ এমনকি ফেসবুক থেকে অরুণ এবং আরও তিন দেশের হ্যাকারকে আগস্ট মাসেই লাস ভেগাস ডেকে পাঠানো হয় ফেসবুকের সিকিউরিটি টিমের সঙ্গে দেখা করার জন্য৷

এছাড়াও অরুন এস কুমার প্রথম ভারতীয় হোয়াইট হ্যাট হ্যাকার হিসাবে ‘ফেসবুক’স হল অফ ফেম’এ দশম স্থান অধিকার করেছেন৷

সাধারণ ঘরের মেধাবী ছেলে অরুন, আর এক বছরের মধ্যেই ইঞ্জিনিয়ারিং-এর পড়াশোনা শেষ করবেন৷ বাবা সরকারী কর্মচারী এবং মা গৃহবধূ৷ এমন সাধারণ ঘর থেকে এরকম নজির গড়তে পেরে খুশি অরুণের পরিবার৷ অরুণ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিজের উচ্চশিক্ষাতেই ব্যয় করবেন এই টাকা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement