Advertisement
Advertisement

Breaking News

স্মার্টফোনে আসক্তি কমাতে বাজারে আসছে অ্যান্টি-স্মার্টফোন

এ এবার কেমন ফোন?

Anti-Smartphone 'Light Phone' to Begin Shipments From November 30
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 6:53 pm
  • Updated:November 20, 2016 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘন্টা হাতে মুঠোফোনটি না থাকলে যাঁদের দিন গুজরান হয় না, তাঁদের আসক্তি কমাতে চলতি মাসেই বাজারে আসছে অ্যান্টি-স্মার্টফোন৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন! কোনও নতুন স্মার্টফোন নয়, এ যেন স্মার্টফোনের প্রতি ‘নেশা’ ছাড়ানোর ওষুধ৷

বিশ্বজুড়ে বহু স্মার্টফোন ইউজারেরই অভিযোগ, কাজের সুবিধা হলেও স্মার্টফোন যেন জীবনের শান্তি কেড়ে নিয়েছে৷ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় নেই, পরিবারের সঙ্গে গল্প করার ফুরসত নেই- দিন দিন যেন ভার্চুয়াল দুনিয়ায় আমরা বন্দি হয়ে যাচ্ছি৷ এই অসুখের হাত থেকেই বাঁচাতে আসছে অ্যান্টি-স্মার্টফোন৷ পোশাকি নাম ‘লাইট ফোন’৷ একটি চিনা সংস্থার দীর্ঘ কয়েক বছর গবেষণার ফসল এই নয়া ফোন৷ নভেম্বরের ৩০ তারিখ হ্যান্ডসেটটি বাজারে আসবে৷ তবে আপাতত একটি ‘বেটা ভার্সন’ বাজারে আসছে, দ্রুতই আরও উন্নত মডেলটি আত্মপ্রকাশ করবে বলে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে দাবি করা হয়েছে৷ সাদা রঙের হ্যান্ডসেটটির দাম ভারতীয় মুদ্রায় ৭০০০ টাকা৷

Advertisement

কী রয়েছে এই লাইট ফোনে? এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল, এতে আধুনিক স্মার্টফোনের কোনও সুযোগ-সুবিধা মিলবে না৷ অর্থাৎ, ইন্টারনেট সার্ফিং করার কোনও সুযোগ নেই৷ স্বাভাবিকভাবেই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করার কোনও সুযোগ নেই৷ একটিমাত্র ন্যানো সিম কার্ড ছাড়া আর একটিও সিম বা এসডি কার্ড ঢোকানোর সুযোগ নেই৷ ওই একটি সিম কার্ডও আবার টু-জি৷ ছবি তোলার জন্য কোনও ক্যামেরাও নেই৷ যার মানে, সেলফি তোলার বাতিক থেকেও মুক্তি! সহজ করে বললে, পুরনো ল্যান্ডলাইন টেলিফোনের মতো শুধু ফোন করা ও রিসিভ করা ছাড়া এই লাইট ফোনে আর কোনও কাজ করা যাবে না৷ স্বাভাবিকভাবেই, ভার্চুয়াল জগতে বিচরণের সুযোগ না থাকায় এই ফোনের ইউজাররা হাতে প্রচুর বাড়তি সময় পাবেন৷ সেই সময়টুকু পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানোর সুযোগও বাড়বে৷

anti_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement