সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমার ই-মেল-এর পাসওয়ার্ড হ্যাক হয়ে গিয়েছে৷ খুলছে না৷ আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে৷” যুবপ্রজন্মের মুখে এমন কথা প্রায়ই শোনা যায়৷ ই-মেল বা ফোন হ্যাক হয়ে যাওয়া কিন্তু অজান্তেই বড়সড় বিপদ ডেকে আনতে পারে৷ এবার আপনার স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপটিকে খুব সহজেই হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব৷
আপনার স্মার্টফোনটিতে বাইরের কেউ উঁকি মারছে না তো? ল্যাপটপ থেকে ডেটা অন্য কোথাও চলে যাচ্ছে না তো? মোবাইল বা ল্যাপটপ হ্যাক হয়েছে কীভাবে বুঝবেন? বিশেষ খাটনির প্রয়োজন নেই৷ একটা অ্যাপ ডাউনলোড করে নিলেই এই সমস্যা থেকে মিলবে মুক্তি৷ অ্যাপের নাম “হ্যাকড”৷ প্রথমেই জানিয়ে রাখা ভাল, অ্যাপটি এপিআই-এর সঙ্গে সংযুক্ত৷ এইচটিপিপিএস-এর নিয়ম মেনে চলে এপিআই৷ ফলে অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ৷
এবার জানুন অ্যাপটি কীভাবে কাজ করবে৷ অ্যাপটি ডাউনলোড করা মাত্র একটি অ্যাকাউন্ট সেট করতে বলা হবে৷ এর মাধ্যমেই আপনার স্মার্টফোন ও ল্যাপটপে নজর রাখবে অ্যাপটি৷ প্রতি ১২ ঘণ্টা অন্তর অ্যাপটি নিজে থেকেই রিফ্রেশ করে দেখে নেবে আপনার ডিভাইস কেউ হ্যাক করার চেষ্টা করেছে কি না৷ তার মাঝে আপনি চেক করতে ভুলে গেলেও অসুবিধে নেই৷ নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপ আপনাকে চেক করার কথা মনে করিয়ে দেবে৷
অ্যাপটিকে আরও উন্নত ও নিরাপদ করার প্রচেষ্টা চলছে৷ তবে আপনি চাইলে এখনই “হ্যাকড” অ্যাপ ডাউনলোড করতে পারেন৷ শর্ত একটাই৷ আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপটি উইনডোজ ১০ ভার্সনের হতে হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.