Advertisement
Advertisement

আপনার মোবাইল হ্যাক করা হচ্ছে বুঝবেন কীভাবে?

আপনার স্মার্টফোনটিতে বাইরের কেউ উঁকি মারছে না তো? ল্যাপটপ থেকে ডেটা অন্য কোথাও চলে যাচ্ছে না তো? মোবাইল বা ল্যাপটপ হ্যাক হয়েছে কীভাবে বুঝবেন? বিশেষ খাটনির প্রয়োজন নেই৷

an-app-that-tells-mobile-users-if-they-were-hacked
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 7:14 pm
  • Updated:June 12, 2018 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমার ই-মেল-এর পাসওয়ার্ড হ্যাক হয়ে গিয়েছে৷ খুলছে না৷ আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে৷” যুবপ্রজন্মের মুখে এমন কথা প্রায়ই শোনা যায়৷ ই-মেল বা ফোন হ্যাক হয়ে যাওয়া কিন্তু অজান্তেই বড়সড় বিপদ ডেকে আনতে পারে৷ এবার আপনার স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপটিকে খুব সহজেই হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব৷
আপনার স্মার্টফোনটিতে বাইরের কেউ উঁকি মারছে না তো? ল্যাপটপ থেকে ডেটা অন্য কোথাও চলে যাচ্ছে না তো? মোবাইল বা ল্যাপটপ হ্যাক হয়েছে কীভাবে বুঝবেন? বিশেষ খাটনির প্রয়োজন নেই৷ একটা অ্যাপ ডাউনলোড করে নিলেই এই সমস্যা থেকে মিলবে মুক্তি৷ অ্যাপের নাম “হ্যাকড”৷ প্রথমেই জানিয়ে রাখা ভাল, অ্যাপটি এপিআই-এর সঙ্গে সংযুক্ত৷ এইচটিপিপিএস-এর নিয়ম মেনে চলে এপিআই৷ ফলে অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ৷
এবার জানুন অ্যাপটি কীভাবে কাজ করবে৷ অ্যাপটি ডাউনলোড করা মাত্র একটি অ্যাকাউন্ট সেট করতে বলা হবে৷ এর মাধ্যমেই আপনার স্মার্টফোন ও ল্যাপটপে নজর রাখবে অ্যাপটি৷ প্রতি ১২ ঘণ্টা অন্তর অ্যাপটি নিজে থেকেই রিফ্রেশ করে দেখে নেবে আপনার ডিভাইস কেউ হ্যাক করার চেষ্টা করেছে কি না৷ তার মাঝে আপনি চেক করতে ভুলে গেলেও অসুবিধে নেই৷ নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপ আপনাকে চেক করার কথা মনে করিয়ে দেবে৷
অ্যাপটিকে আরও উন্নত ও নিরাপদ করার প্রচেষ্টা চলছে৷ তবে আপনি চাইলে এখনই “হ্যাকড” অ্যাপ ডাউনলোড করতে পারেন৷ শর্ত একটাই৷ আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপটি উইনডোজ ১০ ভার্সনের হতে হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement