Advertisement
Advertisement

এবার Jio প্রাইম গ্রাহকরা ফ্রি-তে পাবেন ১২০ জিবি 4G ডেটা

কী করে পাবেন, জানতে পড়ুন এই প্রতিবেদন৷

Ambani brings new offer, now 120 GB free data to Reliance Jio prime members
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2017 11:00 am
  • Updated:March 27, 2017 11:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এল নতুন অফার। জিও প্রাইম গ্রাহকরা পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। ১৪৯ টাকার উপরে প্রায় সব রিচার্জের ক্ষেত্রেই মিলবে এই অফার, খবর ‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর। ৩১ মার্চের আগে গ্রাহকরা প্রতি মাসে পাবেন ১ জিবি, ৫ জিবি ও ১০ জিবি করে অতিরিক্ত ডেটা।

[Jio প্রাইম মেম্বারশিপ ফ্রি-তে পাবেন কীভাবে?]

সূত্রের খবর, পয়লা এপ্রিলের আগে জিও প্রাইম গ্রাহকরা রিচার্জ করলেই ১০ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা পেতে পারেন। ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানে রিচার্জ করলে ২ জিবি অতিরিক্ত ডেটা পাবেন। ৩০৩ টাকার প্ল্যানে রিচার্জ করলে নিয়মমাফিক ২৮ জিবির সঙ্গে গ্রাহকরা পাবেন আরও ৫ জিবি অতিরিক্ত ডেটা, ভ্যালিডিটি ২৮ দিন।

Advertisement

[Jio প্রাইম মেম্বারশিপ না নিলে ৩১ মার্চের পর কী হবে?]

৪৯৯ টাকায় রিচার্জ করলে গ্রাহকরা অতিরিক্ত ১০ জিবি ফ্রি ফোর-জি ডেটা পাবেন। আর খুশির খবর হল, এই ফ্রি ডেটা শুধু এক মাস নয়, গ্রাহকরা পাবেন ১২ মাস ধরে। প্রতি মাসে রিচার্জ করলেই অতিরিক্ত ডেটা পাবেন গ্রাহকরা। অর্থাৎ, গোটা বছর ধরে গ্রাহকরা ১২০ জিবি (১০x১২) পর্যন্ত ফ্রি ফোর-জি ডেটা পেতে পারেন।

[ভয়েস কলের জন্য কি সত্যি এবার টাকা কাটবে Jio?]

জিও প্রাইম মেম্বার হওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। কিন্তু একটি সূত্রের দাবি, প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে। TeleAnalysis-এর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহক ৯৯ টাকার বিনিময়ে ‘প্রাইম’ মেম্বার হয়েছেন৷ সংস্থা চাইছে, আরও বেশি সংখ্যক গ্রাহক প্রাইম মেম্বারশিপ নিক৷ পাশাপাশি, সংস্থার লক্ষ্য ছিল ১০ কোটি গ্রাহককে এই পরিষেবার আওতায় নিয়ে আসা৷ কিন্তু এখনও পর্যন্ত ২ থেকে আড়াই কোটি গ্রাহকই জিও সিম ব্যবহার করছেন৷ তাই লক্ষ্যপূরণের জন্য আরও খানিকটা সময় লাগবে বলেই ধারণা সংস্থার৷

[৩১ মার্চ শেষ নয়, আরও একমাস বাড়ছে Jio-র ফ্রি পরিষেবা!]

Jio সংক্রান্ত সব খবরের জন্য ক্লিক করুন-

আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!

নতুন গ্রাহকদের ফ্রি-তে ১০০ জিবি হাই স্পিড ডেটা দিচ্ছে Jio

Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL

Jio-কে টেক্কা দিতে অবিশ্বাস্য দামে ভয়েস কল অফার Idea-র

Jio-র জন্য কেন্দ্রের কত টাকা ক্ষতি হয়েছে জানেন?

এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio

আর ফ্রি-তে মিলবে না Jio ফোর-জি ডেটা, ঘোষণা আম্বানির

Jio-কে ধরাশায়ী করতে অবিশ্বাস্য দামে বিপুল 4G ডেটা দিচ্ছে Airtel

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement