সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যামসাং, এলজি, মাইক্রোম্যাক্সের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের বাজারে এগিয়ে চলেছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা লেনোভো৷ বৃহস্পতিবার লঞ্চ করল এই কোম্পানির নয়া মডেল Lenovo’s Z2 Plus৷ চলতি বছর চিনে জুক Z2 নামে যে মডেলটি লঞ্চ করা হয়েছিল, সেটিই নতুন নাম নিয়ে এ দেশে এল৷ একই নামের দু’রকম ফিচারের মডেল কেনার সুযোগ পাবেন ক্রেতারা৷ একটি 3GB ব়্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত৷ এবং অন্যটি 4GB ব়্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট৷ ফিচার অনুযায়ী ধার্য হয়েছে মডেল দু’টির দাম৷ এই দু’টি ফিচার ছাড়া স্মার্টফোনটির বাকি ফিচারগুলি মোটামুটি একই৷ চলুন সেদিকেই এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক৷
আজ, রবিবার থেকে ই-কমার্স সাইট আমাজনে Lenovo’s Z2 Plus-এর বিক্রি শুরু হবে৷ সাদা ও কালো, দু’টি রঙই পেয়ে যাবেন৷ দাম? 3GB ব়্যাম বিশিষ্ট মডেলটি পাবেন ১৭,৯৯৯ টাকায় এবং 4GB ব়্যামের মডেলটির দাম ১৯,৯৯৯ টাকা৷ তাহলে আর দেরি কেন? পুজোর আগে হাতে গরম স্মার্টফোনটি পেতে এখনই অর্ডার দিয়ে ফেলুন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.