Advertisement
Advertisement

Breaking News

চলতি মাসেই আবার ফিরছে আমাজনের ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল’

কবে থেকে অফার শুরু হচ্ছে, জানেন?

Amazon Great Indian Festival sale will be back on October 24
Published by: Tanujit Das
  • Posted:October 19, 2018 9:13 pm
  • Updated:October 19, 2018 9:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেনাকাটায় বিশেষ ছাড় পেতে কে না চায়৷ বিশেষ করে, উৎসবের মরশুম এলে অন্যান্য সমস্ত আনন্দের মাঝেই মনের মধ্যে উঁকি দিতে থাকে এই বিশেষ ছাড়ের আকাঙ্ক্ষা৷ কোথায় কত শতাংশ ছাড়া দিচ্ছে সেই খোঁজই চলে সারাক্ষণ৷ গ্রাহকদের এই আশাকে সামাল দিতে চলতি মাসের প্রথমেই ব্যাপক ছাড়ের লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছিল ই-কমার্স সাইট আমাজন৷ জানলে অবাক হবেন, একবার নয়, এই বিপুল ছাড়ের অফার নিয়ে আবারও হাজির হচ্ছে আমাজন এবং সেই অফারটি আসছে এই মাসেই৷ অর্থাৎ একই মাসে দুবার আকর্ষণীয় ছাড়ের অফার গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে ই-কমার্স সাইটটি৷

[পুজোর মরশুমে অত্যন্ত সস্তায় জোড়া স্মার্টফোন আনল এই কোম্পানি]

Advertisement

অনেকেই বলছেন, পুজোর মরশুম শেষ হলেও শেষ হচ্ছে না অফারের পালা৷ ফের ধামাকা। ক্রেতাদের জন্য লোভনীয় সব অফার নিয়ে হাজির হচ্ছে ই-কমার্স সাইট আমাজন৷ জানা গিয়েছে, ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই অফার চলবে৷ স্মার্টফোন, ল্যাপটপ, ক্যামেরা ও স্পিকারের উপর ছাড়া থাকবে বিপুল পরিমাণের৷ এখানেই শেষ নয়, এই অফারকে ব্লকবাস্টার হিট করার উদ্দেশ্যে বিনাসুদে ঋণ(নো কস্ট ইএমআই) নেওয়ার ব্যবস্থা করেছে অ্যামাজন৷ সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমেই সারতে হবে সমস্ত কেনাকাটা৷ পাঁচ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে আমাজন পে ব্যালেন্সে মিলবে ২৫০ টাকা বা তার বেশি মূল্য৷ অফার রয়েছে প্রাইম ভিডিও ও প্রাইম মিউজিকেও৷ আমাজন অ্যাপ জ্যাকপটে মিলতে পারে পাঁচ লক্ষ টাকার পুরষ্কার জেতার সুযোগ৷

[এই ফিচারটি আপডেট করল হোয়াটসঅ্যাপ, সমস্যায় পড়বেন গ্রাহকরা]

সংস্থার তরফ থেকে জানান হয়েছে, রেডমি ৬এ মোবাইল সেট, অ্যামাজন ফায়ার টিভি স্টিকেও মিলবে ব্যাপক ছাড়৷ আমাজন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মণীশ তেওয়ারি জানিয়েছেন যে, গ্রাহকরা যেভাবে তাঁদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলকে গ্রহণ করেছেন তাতে তাঁরা আপ্লুত৷ তাই এবার আরও আকর্ষণীয় অফার নিয়ে হাজির হচ্ছেন তাঁরা৷ এবার অনেক বেশই ছাড়ের ব্যবস্থা থাকছে স্মার্টফোন, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স সরঞ্জামে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement