Advertisement
Advertisement
Amazon prime

আপনি কি Amazon-এর প্রাইম মেম্বার? পুজোর মরশুমে কেনাকাটায় পাবেন বিশেষ সুবিধা

ব্যাপারটা কী?

Amazon Announced special offer for prime members | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 4, 2021 7:43 pm
  • Updated:October 4, 2021 7:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন শেষ মুহূর্তের কেনাকাটা করছেন কমবেশি সকলেই। কেউ কিনছেন দোকানে ঘুরে, কেউ আবার অনলাইনেই সারছেন। কারণ, পুজোর মরশুমে আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে Amazon। ফলে অন্যান্য সময়ের তুলনায় খানিকটা সস্তায় মিলছে পছন্দের সামগ্রী। কিন্তু আপনি কি Amazon-এর প্রাইম মেম্বার? তাহলে আপনি পেয়ে যাবেন আরও কিছু বিশেষ সুযোগ। 

নিশ্চয়ই ভাবছেন কী সুযোগ? গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মাঝেই Amazon আনল ‘Advantage – Just for Prime’ । আপাতত বিশেষ কিছু ফোনের ক্ষেত্রে এই অফার পাবেন প্রাইম মেম্বাররা। ইএমআই অর্থাৎ মাসিক কিস্তিতে ওই ব্র্যান্ডের ফোন কিনলেদিতে হবে না সুদ। এছাড়া ফোন কেনার ছ’মাসের মধ্যে ডিসপ্লের কোনও সমস্যা হলে বিনামূল্যে পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট। তবে রিপ্লেসমেটের খরচ ফোনটির দামের ৪০ শতাংশের মধ্যে হলেই মিলবে এই সুবিধা। শুধু তাই নয়, HDFC ব্যাংকের গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়।

Advertisement

[আরও পড়ুন: ১ অক্টোবর থেকে অকেজো হতে পারে আপনার OTT সাবস্ক্রিপশন! জেনে নিন খুঁটিনাটি]

কোন কোন ফোনে এই অফার পাবেন প্রাইম মেম্বাররা? অ্যামাজনের তরফে জানানো হয়েছে, Samsung Galaxy M52, M52 5G, Xiomi 11 Lite 5G NE, Oppo A55-সহ একাধিক নতুন বাজারে আসা ফোনে মিলবে এই অফার। উল্লেখ্য, বর্তমানে অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। চলবে গোটা মাস। স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি, সোনি, অ্যাপল, বোট, লেনোভো, এইচপি, ফসিল, লেভি’স, বিবা, এলেন সোলি, অ্যাডিডাস, অ্যামেরিকান টুরিস্ট্যার, ইউরেকা ফোর্বস-সহ একাধিক ব্যন্ডের সামগ্রীর উপর রয়েছে বিশেষ ছাড়। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন ৫ শতাংশ রিওয়ার্ড। এছাড়াও অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাও পাচ্ছেন আকর্ষনীয় ছাড়।

[আরও পড়ুন: আড়াই মাসে ৫০ লক্ষের বেশি ভারতীয়র অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কেন জানেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement