সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও-র সঙ্গে ডেটা অফারের লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ভারতী এয়ারটেল৷ জিও-র ‘ধন ধনা ধন’ অফারকে টেক্কা দিতে এয়ারটেলও এবার অবিশ্বাস্য দামে নয়া ফোর-জি প্যাক নিয়ে আসছে৷ এই কথা জানিয়েছেন টেলিকম ব্লগার সঞ্জয় বাফনা৷ একটি টুইটে তিনি জানিয়েছেন, ৩৯৯ টাকার নয়া ফোর-জি ডেটা প্যাক আনছে ভারতী এয়ারটেল৷ ৭০ দিনের জন্য ভ্যালিড এই প্ল্যানে প্রতিদিনই এক জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পাবেন গ্রাহকরা৷ অর্থাৎ, ৭০ জিবি ফোর-জি ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে আনলিমিটেড ভয়েস কল৷
Airtel will also introduce 2 new Prepaid Plan similar to Jio’s new offer (daily 2GB Data and Free Unlimited Calls) https://t.co/VYdEZrhW17
— SANJAY BAFNA (@sanjaybafna) April 13, 2017
ফোর-জি হ্যান্ডসেটে যাঁরা এয়ারটেল ফোর-জি সিম কার্ড ব্যবহার করছেন, তাঁরা এই অফার পাবেন৷ এর পাশাপাশি, আরও দু’টি নতুন প্রিপেড প্ল্যান আনছে এয়ারটেল৷ জিও-র ধন ধনা ধন অফারের মতোই ওই নয়া প্ল্যানেও প্রতিদিন এক ও ২ জিবি করে ডেটা ব্যবহার করা যাবে৷ যদিও সংস্থা এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি৷
Airtel Answers to #Jio ’s Dhan Dhana Dhan Offer! #Airtel Launches New Prepaid Plan 399, offers 1GB Daily Data +Unlimited Calls for 70days pic.twitter.com/gRKKTlIZX1
— SANJAY BAFNA (@sanjaybafna) April 13, 2017
জিও ও এয়ারটেলের মধ্যে ট্যারিফ নিয়ে যুদ্ধের দামামা বেজে গিয়েছে বেশ কয়েকদিন আগেই৷ জিও-র সামার সারপ্রাইজ অফারে প্রায় তিন মাস ফ্রি পরিষেবা দিতে চেয়েছিল জিও। এককালীন ৩০৩ টাকা রিচার্জে প্রথম তিনমাস ফ্রি পরিষেবা পেতেন ‘প্রাইম’ সাবস্ক্রাইবাররা। তার পরের মাস থেকে এই চার্জ ধার্য হত। আর প্রাইম গ্রাহক হওয়ার জন্য খরচ ছিল ৯৯ টাকা। সবমিলিয়ে ৪০২ টাকা খরচ করে মাস চারেক জিও গ্রাহকরা প্রতিদিন এক জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পেতেন। কিন্তু এয়ারটেল-সহ অন্যান্য কয়েকটি টেলিকম সংস্থার অভিযোগ পেয়ে পদক্ষেপ করে ট্রাই। প্রাইম প্ল্যানের মেয়াদ না বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ফ্রি পরিষেবা বন্ধ করতেও বলা হয়। সেই নির্দেশ মেনে নেয় সংস্থাটি। যদিও তারপরই বাজারে আসে জিও-র এই নয়া অফার। যাকে এয়ারটেল অবশ্য নতুন বোতলে পুরনো মদ বলে কটাক্ষ করেছে।
Note : At present this offer by Airtel is valid for only segmented /select users who are using Airtel 4G SIM Card on 4G Handset. https://t.co/VYdEZrhW17
— SANJAY BAFNA (@sanjaybafna) April 13, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.