Advertisement
Advertisement

Breaking News

Jio-কে ধরাশায়ী করতে অবিশ্বাস্য দামে বিপুল 4G ডেটা দিচ্ছে Airtel

এই অফার শুনলে আপনি চমকে যাবেনই!

Airtel offers 28GB 4G data, free local and STD calls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 4, 2017 1:03 pm
  • Updated:March 4, 2017 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও-কে টক্কর দিতে এবার অবিশ্বাস্য দামে দৈনিক ১ জিবি করে 4G ডেটা দিচ্ছে এয়ারটেল৷ শুধু ডেটাই নয়, সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলেরও সুযোগ মিলবে ওই একই প্ল্যানে৷

দেশের বৃহত্তম টেলিকম অপারেটার এয়ারটেল এবার মাত্র ৩৪৫ টাকায় দৈনিক ১ জিবি করে ফোর-জি ডেটা দিচ্ছে গ্রাহকদের৷ সঙ্গে প্রতিদিন আনলিমিটেড ফ্রি লোকাল ও এসটিডি কল৷ ১ জিবির মধ্যে ৫০০ এমবি মিলবে দিনে ও বাকি ৫০০ এমবি রাতের বেলায় ব্যবহার করা যাবে৷

Advertisement

(আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!)

৩১ মার্চের মধ্যে ফোর-জি হ্যান্ডসেট ইউজাররা এই অফারের সুযোগ পাবেন৷ ৩১ মার্চের আগে এই অফারের লাভ নিলে আগামী ১১ মাসও ওই একই দামে পাবেন যাবতীয় সুযোগ-সুবিধা৷

সম্প্রতি ভোডাফোন ইন্ডিয়া ৩৪২ টাকায় প্রতি মাসে ২৮ জিবি করে ডেটা প্ল্যান লঞ্চ করেছে৷ প্রতিদিন এক জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷ তবে ওই অফার মিলবে ১৫ মার্চ পর্যন্ত৷

(জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের)

মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র গ্রাহকরা আগামী ৩১ মার্চের পর থেকে আর বিনামূল্যে ফোর-জি হাই স্পিড ডেটা পাবেন না৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিলে তবেই আগামী ১২ মাস ৩০৩ টাকার বিনিময়ে  প্রতিদিন এক জিবি করে ডেটা পাবেন৷

(আর ফ্রি-তে মিলবে না Jio ফোর-জি ডেটা, ঘোষণা আম্বানির)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement